দরিদ্র জিম্বাবুয়ের প্রেসিডেন্টের জন্মদিনে ব্যয় ৫ কোটি টাকা

বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি জিম্বাবুয়ে। কিন্তু দেশটির প্রেসিডেন্ট রবার্ট মুগাবে যেভাবে ধুমধাম করে তার জন্মদিন উদযাপন করলেন, তাতে অবশ্য সেটা মনে হয় না। নিজের
জন্মদিনে তিনি খরচ করেছেন ৬ লাখ ডলার বা ৪ কোটি ৭৩ লাখ ৪ হাজার টাকা। গত ২১শে ফেব্রুয়ারি রবার্ট মুগাবের ৮৯ তম জন্মদিন ছিল। বিশাল কেকটির ওজনও ছিল তাই ৮৯ কেজি। পার্টিতে মহাসমারোহেই খরচ করেছেন তিনি। অতিথিদের মধ্যে মুগাবের স্ত্রী ফার্স্ট লেডি গ্রেস ছিলেন। মুগাবে বিশেষ এ দিনটি স্মরণীয় করে রাখতে জিম্বাবুয়ের উত্তর পূর্বাঞ্চলীয় খনি সমৃদ্ধ শহর বিন্দুরার একটি স্টেডিয়ামকে বেছে নিয়েছিলেন। সেখানেই পার্টি দিলেন। মুগাবের জন্মদিনে দেশব্যাপী উৎসব নতুন নয়। তবে পার্টিতে প্রায় ৫ কোটি টাকা খরচের অঙ্কটা অনেকটাই বেশি। ২০০৯ সালে প্রেসিডেন্ট মুগাবের সম্মানে যে ভোজের আয়োজন করা হয়েছিল তাতে ছিল বড় আকৃতির ৮ হাজার গলদা চিংড়ি ও ৪ হাজার ব্ল্যাক ক্যাভিয়ার। গত জানুয়ারিতে বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র জিম্বাবুয়ের গচ্ছিত মোট সম্পদের পরিমাণ ছিল ২১ কোটি ৭০ লাখ ডলার।

Powered by Blogger.