এমপি কুদ্দুসের সিগারেট পানে ব্যয় ৭০ লাখ টাকা

নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুস জানিয়েছেন, গত ৪০বছর ধরে তিনি যে সিগারেট পান করেছেন (প্রতিদিন ৩ প্যাকেট হারে) তা এক সঙ্গে করলে দৈর্ঘ্য হবে প্রায় ৪৮ কিলোমিটার। আর এর এর
পেছনে ব্যয় হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। এই অবস্থায় তিনি সিগারেট ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার সকালে বাংলাদেশ পালামেন্ট মেম্বারস ক্লাবে আয়োজিত ধূপমান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা জানান। বেসরকারী সংস্থা একলাব, এইড, ইসি বাংলাদেশ ও স্কোপের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ওই আলোচনা প্রধান অতিথি ছিলেন হুইপ আ স ম ফিরোজ। বক্তৃতা করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম মোজাম্মেল হক, সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরায়শী, ডা. মুরাদ হাসান, শাহীন মনোয়ারা হক, বেগম পিনু খান, আসমা জেরিন ঝুমু ও সাধনা হালদার এবং জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের কর্মসূচি সমন্বয়কারী আমিনুল ইসলাম সুজন, স্কোপ নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন, এইড নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল, একলাব পরিচালক মো. শামসুল আলম। আলোচনা সভায় সংসদ সদস্যরা আইন প্রণয়নের পাশাপাশি তার বাস্তবায়ন নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে বলেন, জাতীয় সংসদের চলতি অধিবেশনেই মন্ত্রীসভায় অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ আইন উত্থাপন ও পাস করার উদ্যোগ নেয়া হবে। তারা এই কাজটি দ্রুত করতে আইন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। সভায় ধুমপান নিয়ন্ত্রণ আইনে শাস্তির পরিমান বাড়ানোর প্রয়োজন বলে মতামত ব্যক্ত করা হয়। একই সঙ্গে আগামীতে নির্বাচনে যেন বিড়ি-সিগারেটের ব্যবহার না হয় সেজন্য আইনে নতুন বিধান যুক্ত করার দাবি জানানো হয়।

Powered by Blogger.