ব্রাজিলে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২০০ জনের মৃত্যু

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর সান্টা মারিয়ার একটি নাইটক্লাবে রোববার ভোরে এক ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র কর্নেল সিলভিয়া ফুচেস বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখন আমরা মৃতদেহগুলোকে সরিয়ে নিচ্ছি। ‘ইতোমধ্যে ক্লাব থেকে ১৫৯টি মৃতদেহ সরানো হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকাজের তত্ত্বাবধানে থাকা সামরিক পুলিশের মেজর গার্সন দা রোজা ফেরিনা।
দুর্ঘটনাকবলিত দক্ষিণাঞ্চলীয় শহর সান্তা মারিয়ার ওই নাইট ক্লাবে এখনো উদ্ধার কাজ চলছে।
নিহতরা শ্বাস নিতে না পারায় এবং পদদলিত হয়ে মারা গেছে। মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে বলে জানান ফেরিনা।
নাইট ক্লাবে চলা আতশবাজি প্রদর্শনীতে আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার সময় ২ হাজার মানুষ ধারণক্ষম ক্লাবটি মানুষে পরিপূর্ণ ছিল বলে মনে করা হচ্ছে।
জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, ঠিক কতজন মারা গেছেন তা গুনে দেখা হচ্ছে। আহত শ’শ’ মানুষকে হাসপাতালে নেয়া হয়েছে।
প্রাদেশিক রাজধানী পোর্তো এলেগ্রে থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে সান্তা মারিয়া শহরের অবস্থান।

Powered by Blogger.