মালালাকে ইসলামে ফেরার আহ্বান জানিয়ে ফতোয়ার প্রস্তুতি

তালেবানের গুলির শিকার পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাইকে ইসলাম ধর্মে ফিরে আসার আহ্বান জানিয়ে ফতোয়া দেয়ার প্রস্তুতি চলছে। এএনআই জানিয়েছে,
বৃটিশভিত্তিক মুসলিম গ্রুপ আল মুহাজিরুন এ মাসের শেষের দিকে এই আহ্বান জানাবে। এ জন্য ইসলামাবাদের বিখ্যাত লাল মসজিদ প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির একজন প্রতিষ্ঠাতা আনজেম চৌধুরী। তিনি বলেন, যদিও ইসলামী আইনে স্বধর্ম ত্যাগ মৃত্যুদণ্ডের অপরাধ তবুও মালালার মৃত্যু চান না।
তিনি আরও বলেন, এটা আসলে মৃত্যুদণ্ড ঘোষণা হবে না। বিষয়টি হবে কি ঘটে চলেছে ও কিভাবে মালালাকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। তাদের সংঘটিত অপরাধের পক্ষে তাকে ব্যবহার করছে তার বাস্তবতা উপলব্ধি করানো। তেহরিক-ই-তালেবান পাকিস্তান ৯ই অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে মালালাকে গুলি করে। বর্তমানে বৃটেনে তার চিকিৎসা চলছে।

Powered by Blogger.