শিবির নিষিদ্ধ হচ্ছে

জামায়াতের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে। সমপ্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় ব্যাপক ভাবে সমালোচিত হয়
ক্যাডার ভিত্তিক এই ছাত্র সংগঠনটি। আইন শৃঙ্খলা বাহিনীর ওপর শিবির কর্মীদের দফায় দফায় চোরাগোপ্তা হামলার প্রতিবাদের ঝড় ওঠে রাজনৈতিক অঙ্গনে। এজন্য এই ছাত্র সংগঠনের চালিকাশক্তি জামায়াতে ইসলামী রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন কেউ কেউ। তবে কৌশলগত কারণে এ মুহূর্তে এ উদ্যোগ নেয়া হচ্ছে না। সরকারের নীতিনির্ধারণী মহল ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে জামায়াতকে কাবু করতে চায় এমন ধারণা পর্যবেক্ষক মহলের। জামায়াত নির্বাচন কমিশনে নিবন্ধিত দল। বর্তমান সংসদে এ দলের প্রতিনিধিত্ব রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে  দলটিরর শুভাকাঙিক্ষও আছে। তবে যুদ্ধাপরাধ ইস্যুকে সামনে নিয়ে  ইসলামী ছাত্র শিবিরের সামপ্রতিক তৎপরতায় ভাবিয়ে তোলে সুধী মহলকে। এ পর্যায়ে শিবিরের এই তৎপরতা রোধে সরকার যে কোন সময় এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে- এমন আলোচনা জোরালো হচ্ছে ক্রমশ। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলী বর্তমানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি।

 Source:mzamin

Powered by Blogger.