প্রামাণ্যচিত্র বানাতে সুন্দরবনে ভারতীয় টিম, আসছেন শাহরুখ খান

‘বাঘের গর্জন’ প্রামাণ্য চিত্র শুটিং করতে ভারতীয় কলাকুশলীরা এখন সুন্দরবনে। এ শুটিং উপভোগ করতে ভারতীয় সুপারস্টার শাহরুখ খানও চলতি সপ্তাহে সুন্দরবনে আসছেন। কিং খানকে বরণের প্রস্তুতি চলছে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগে। এ ছবি নির্মাণে ইতিমধ্যে ভারতের ৭৯
সদস্যের ১টি কলাকুশলীর দল পূর্ব সুন্দরবন বিভাগের গহীন অরণ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি নিয়ে গত ১৪ই নভেম্বর বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসে। বেনাপোল কাস্টম হাউজ ও পূর্ব সুন্দরবন বিভাগ এ খবর নিশ্চিত করেছে। পূর্ব সুন্দরবন বিভাগ জানায়, বাংলাদেশের গ্রীন চ্যানেল ট্যুরিজমের তত্ত্বাবধানে বাংলাদেশ, ভারত ও আমেরিকার যৌথ প্রযোজনায় ‘বাঘের গর্জন’ প্রামাণ্য চিত্রটির শুটিং করতে ভারতীয় তারকারা এখন সুন্দরবনে রয়েছেন। সুন্দরবনে দীর্ঘ ১ মাস চলবে বাঘের গর্জনের শুটিং কার্যক্রম। ছবির পরিচালক ও তারকা প্রতিনিধি দলের নেতা কামাল সাদানা জানান, বাংলাদেশের সুন্দরবন পৃথিবীর অন্যতম হেরিটেজ। বিশ্বের গর্ব এ সুন্দরবনের নাম শুনেছেন অনেকেই, দেখেননিও অনেকেই। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণসহ নানা প্রজাতির বন্যপ্রাণী সবার কাছে প্রিয়। এই বন ২৪ ঘণ্টায় ৬ বার তার রূপ বদলায়। সুন্দরবনকে পৃথিবীর অন্যান্য দেশের মানুষের কাছে পরিচিত করতে এ ডকুমেন্টারি ফিল্ম তৈরির জন্য আমরা এসেছি। সুন্দরবন এলাকায় দীর্ঘ এক মাস চলবে শুটিং কার্যক্রম। সুন্দরবনে শুটিং চলাকালীন আমন্ত্রিত অতিথি হিসেবে ছবিটি উপভোগ করতে ভারতের হলিউড তারকা শাহরুখ খানসহ নামী দামি অনেক তারকা চলতি সপ্তাহে এখানে আসবেন বলে পরিচালক দাবি করছেন। তিনি আরও জানান, কিং খান প্রতিদিন হ্যালিকপ্টারে করে এসে সুন্দরবনে শুটিং শেষে হেরিকপ্টারযোগে ঢাকায় গিয়ে ১টি হোটেলে রাতযাপন করবেন। গ্রীন চ্যানেল ট্যুরিজমের সিইও আজিজা সেলিম জানান, প্রামাণ্য চিত্রটি ভারতে বিখ্যাত এভিস রিজভি ফিল্মের ব্যানারে নির্মাণ করা হচ্ছে। শুধু বাংলাদেশের সুন্দরবনই নয়, আমেরিকার লস্‌ এঞ্জেলসের জিম কার্পেট ন্যাশনাল পার্ক ও ভারতের বিভিন্ন জায়গায় এ ডকুমেন্টারির শুটিং হবে। ছবির চিত্র ধারণ করছেন আমেরিকার প্রখ্যাত ক্যামেরাম্যান মাইকেল ওয়াটসন। প্রাথমিকভাবে হিন্দি ভাষায় ছবিটি নির্মিত হলেও পরে তা বাংলাসহ ৪০টি ভাষায় ডাবিং করা হবে। বাগেরহাটের পূব সুন্দরবনের করমজল, হারবারিয়া, কটকা, কচিখালী, সুপতি ও দুবলার চর এলাকার বিভিন্ন স্পটে মাসব্যাপী শুটিং চলবে। এ শুটিংয়ে হেলিকপ্টার, স্পিড বোটসহ বিলাসবহুল জাহাজ ব্যবহার করা হচ্ছে। ভারতীয় এ কলাকুশলী টিমের সমন্বয়কারী সুন্দরবন লাইভ ট্যুরসের স্বত্বাধিকারী গোলাম রহমান বিটু জানান, এ শুটিং টিমের চলাচল থাকা-খাওয়ার জন্য ৫টি বিলাসবহুল লঞ্চ ভাড়া করা হয়েছে। তাদের খাবার ও গোছলের পানি মংলা থেকে সংগ্রহ করা হচ্ছে। নিরাপত্তার বিষয়টি বন বিভাগ, কোস্ট গার্ডসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

Powered by Blogger.