ইত্যাদি এবার কীর্তনখোলা নদীর ওপর

আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ‘ইত্যাদি’র মূল অনুষ্ঠান ধারণ করে আসছে অনেকদিন ধরে। সেই ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র নতুন পর্ব ধারণ করা হয়েছে বরিশালে কীর্তনখোলা নদীর ওপর ভাসমান মঞ্চে। মঞ্চের পিছনে বিশাল লঞ্চ আলোকিত করে তৈরি করা
হয়েছে সেট। এবারের পর্ব ধারণ উপলক্ষে ‘ইত্যাদি’ তার বিশাল বহর নিয়ে গত ১৯শে নভেম্বর যায় বরিশালে। গত ২০শে নভেম্বর ধারণের দিন কীর্তনখোলা নদীর তীরে আলোকিত মঞ্চের সামনে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ধারণ হয় সবার প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। বর্ণিল আলোয় কীর্তনখোলা যেন সেদিন নতুন সাজে সেজেছিল। অনুষ্ঠান ধারণের জন্য অনুষ্ঠানস্থলে বসানো হয়েছিল আলাদা বৈদ্যুতিক ট্রান্সফরমার। কয়েক হাজার আমন্ত্রিত দর্শক ছাড়াও আশপাশে, রাস্তায়, বিভিন্ন গাছের ওপর, নৌকায় বসে, নদীর পাড়ে হাঁটু পানিতে এবং নদীর তীরে দাঁড়িয়ে হাজার হাজার লোক ‘ইত্যাদি’ ধারণ উপভোগ করেন। শেকড় সন্ধানী ‘ইত্যাদি’র এই ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা
পর্যন্ত। বরিশাল ছাড়াও ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, উজিরপুর, বাবুগঞ্জ, মেহেন্দীগঞ্জ, গৌরনদীসহ বিভিন্ন স্থান থেকেও অনেকে অনুষ্ঠান দেখতে আসেন। এই দীর্ঘ সময়ে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছে ‘ইত্যাদি’র প্রাণপুরুষ হানিফ সংকেতের উপস্থাপনায় একের পর এক নান্দনিক সব আয়োজন। ফাগুন অডিও ভিশন সূত্রে জানা যায়, স্টুডিওর চারদেয়ালের বাইরে এসে সারাদেশকে দেখা এবং দেখানো, জানা এবং জানানোই ইত্যাদির উদ্দেশ্য। প্রায় ২০ বছর আগে সংসদ ভবনের সামনে করা একটি অনুষ্ঠান থেকেই এর যাত্রা শুরু হয়। টেলিভিশন অনুষ্ঠানকে স্টুডিওর বাইরে নিয়ে আসার অভিপ্রায়ে গত কয়েক বছর ধরে আবারও দেশের বিভিন্নস্থানে ‘ইত্যাদি’ মূল অনুষ্ঠানের ধারণ করা হচ্ছে। ‘ইত্যাদি’র আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৩০শে নভেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ‘ইত্যাদি’ স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

source: mzamin

Powered by Blogger.