পরকীয়া প্রেমের খেসারত

পরকীয়া প্রেমের খেসারত হিসেবে প্রথমে হাজতবাস ও পরে বিয়ে করতে হলো মাদ্রাসার শিক্ষক তিন সন্তানের জনককে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। ওই শিক্ষকের নাম মাওলানা মেহের আলী। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী
নুরুল্লাহ সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ।
বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান মাদ্রাসা পরিদর্শন করে ওই শিক্ষককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে না যাওয়ার নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মেহের আলী (৪০) বিয়ের প্রলোভন দেখিয়ে রাজারহাট উপজেলার চওড়া গ্রামের কুলসুম নামের এক তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মেহের তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
গত মঙ্গলবার রাতে মেহের ওই তরুণীর ঘরে গেলে এলাকাবাসী তাঁকে আটক করে। বুধবার সন্ধ্যায় পুলিশ শিক্ষককে ওই বাড়ি থেকে উদ্ধার করে রাজারহাট থানায় নিয়ে যায়। পরে এলাকাবাসীর উপস্িথতিতে এক লাখ টাকা দেনমোহর ধার্য করে কুলসুমের সঙ্গে বিয়ে দেয় তাঁর।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও কাঁঠালবাড়ী নুরুল্লাহ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Powered by Blogger.