অর্ধশত ভারতীয় সঙ্গীতশিল্পী ঢাকায়

আজ থেকে শুরু হচ্ছে ‘বেঙ্গল-আইটিসি এসআরএ উচ্চাঙ্গসঙ্গীত উৎসব-২০১২’। চারদিনব্যাপী এ উৎসব ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ উৎসবে অংশগ্রহণ করতে
ঢাকায় এসেছেন ভারতের অর্ধশত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। ইতোমধ্যেই বেশ ক’জন সঙ্গীতশিল্পী ঢাকায় এসেছেন। আজকের মধ্যে বাকি সবাই ঢাকায় পেঁৗছাবেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীদের মধ্যে রয়েছেন, পন্ডিত বিরজু মহারাজ, পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পন্ডিত শিবকুমার শর্মা, বিদূ্যষী গিরিজা প্রসাদ কৈরালা, পন্ডিত অজয় কুমার শর্মা, পন্ডিত অজয় চক্রবর্তী প্রমুখ। চারদিনব্যাপী এ উৎসব দুই ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৯-৩০ নভেম্বর সারা রাত (সন্ধ্যা ৬টা-সকাল ৫টা) উৎসব চলবে। ১-২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় উৎসব শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে। শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে এত বড় পরিসরের আয়োজন বাংলাদেশে এ প্রথম। উৎসবটি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁকে উৎসর্গ করা হয়েছে।
এ উৎসবে ভারতীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশেরও বেশ ক’জন সঙ্গীতজ্ঞ সঙ্গীত পরিবেশন করবেন বলে জানা গেছে। বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার আইটিসি সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি যৌথভাবে উৎসবটি আয়োজন করেছে। দর্শক শ্রোতাদের উৎসবে অংশগ্রহণের জন্য অনলাইনে নাম রেজিস্ট্রেশনের সময় এরই মধ্যে শেষ হয়েছে। শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যগত গঠন ও কৌশলের প্রতি সাধারণ শ্রোতাদের আগ্রহ ফিরিয়ে আনতেই বেঙ্গলের এ প্রয়াস। উল্লেখ্য, ধ্রুপদী সঙ্গীত সাধনার ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশের সঙ্গীতগুরুদের এক সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ওস্তাদ আলাউদ্দিন খান, উদয় শঙ্কর, পন্ডিত রবি শংকর, ওস্তাদ আয়েত আলী খান কিংবা ওস্তাদ বেলায়েত খানের মতো জগদ্বিখ্যাত সঙ্গীতজ্ঞদের সঙ্গীত সাধনা থেকে পূর্ববঙ্গে এ সমৃদ্ধির পরিচয় পাওয়া যায়।

 source:হ্যালো-টুডে

Powered by Blogger.