স্ত্রী-সন্তান রেখে আমেরিকায় আরফিন রুমির বিয়ে!

arfin.jpg             স্ত্রী-সন্তান রেখে অনেকটা সবার অলক্ষ্যে বিয়েবন্ধনে আবদ্ধ হলেন সময়ের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক-সৌখিন অভিনেতা আরফিন রুমি! পাত্রী রুমির গানের ভক্ত-ঘরোয়া শিল্পী আমেরিকার জ্যাকসন হাইটস প্রবাসী কামরুন নেসা। দু’জনার পরিচয় মাস তিনেকের। তাও আবার নিউ ইয়র্কের সিসাবারে (হুক্কা পান করার দোকান)! প্রথম পরিচয়েই মন-দেয়া নেয়া হয়
দু’জনার। অতঃপর গেল ৭ই অক্টোবর অনেকটা সবার অলক্ষ্যে দু’জন বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর বিয়ের কাজটি সুচারুভাবে সম্পন্ন হয় জ্যাকসন হাইটসের ‘টক অব দ্য টাউন’ চাইনিজ রেস্তোরাঁর উপর তলায় অবস্থিত কাজী অফিসে। বিয়ে পড়ান কাজী কাইয়ুম। মাত্র এক লাখ বিশ হাজার টাকা (১৫০০ ইউএস ডলার) কাবিনে এ বিয়েটি সম্পন্ন হয়। আর বিয়ের পরদিনই রুমি উড়াল দিয়ে দেশে ফিরেন। না, এটা আরফিন রুমি অভিনীত নতুন কোনো নাটক কিংবা মিউজিক ভিডিওর গল্প নয়। রুমি ভক্ত-স্বজনদের জন্য খবরটি অবিশ্বাস্য হলেও এটাই এখন টক অব দ্য মিউজিক ইন্ডাস্ট্রি। অন্তত গেল দু’দিন ধরে সংগীতাঙ্গনে গুঞ্জন আকারে উড়ে বেড়াচ্ছে এ চাঞ্চল্যকর বিয়ের সব তথ্য-উপাত্ত। বিয়ের ব্যাপারে নিশ্চিত করেছেন বেশ ক’জন প্রবাসী আয়োজক এবং শিল্পী-মিউজিশিয়ানও। পাওয়া গেছে রুমি-কামরুন নেসার বেশ কিছু ঘনিষ্ঠ ছবিও। আমেরিকা থেকে তথ্য মিলেছে বিয়ের দিন-ক্ষণ-পাত্রীর ঠিকানাসহ প্রায় সবকিছুই। খবর পাওয়া গেছে, এই অনাকাঙিক্ষত বিয়ের কারণে বেশ বিপাকে
পড়েছেন নিউ ইয়র্কের অনুষ্ঠান আয়োজক তানভীর শাহীন। যিনি আরফিন রুমিকে আমেরিকায় শো’র আমন্ত্রণে নিয়ে গেছেন, রেখেছেন নিজ বাসায়। এদিকে এতসব গুঞ্জন আর তথ্য-উপাত্তের বিপরীতে আরফিন রুমি নিজেও খুব একটা বিচলিত নন। অন্তত তার সঙ্গে এ প্রসঙ্গে আলাপ করলে সেটাই মনে হবে যে কারও। এ বিষয়ে রুমির অভিব্যক্তি অনেকটাই এমন, আমার বিয়ে আমি করেছি, তাতে তোমাদের এতো উত্তেজনা কেন! দরকার হলে বিয়ে আরও দুইটা করবো! হতে পারে রুমির এমন অভিব্যক্তি জেদের বশে। এ প্রসঙ্গে গতকাল রুমি মানবজমিনকে বেশ স্পষ্ট করেই বলেন, আমেরিকায় যদি কিছু ঘটে থাকে কিংবা কিছু ঘটাই, তবে সেটাতো সবার কানে যাবেই। তবে বিয়ের খবরটি পুরোটাই গুঞ্জন। হ্যাঁ, এটা ঠিক কামরুন নেসা মেয়েটি আমার গানের ভক্ত। ওর সঙ্গে আমার পরিচয় অল্প কয়েক মাসের। যুক্তরাষ্ট্রেই তার সঙ্গে আমার পরিচয়। এরপর থেকে আমাদের মাঝে ভাল বন্ধুত্ব গড়ে ওঠে। ফেসবুকে এবং মুঠোফোনে নিয়মিত যোগাযোগ হয় আমাদের। কামরুন আমার এবং আমার স্ত্রীর ফেসবুক বন্ধুও। তবে আসল সত্যি হলো, শেষ আমেরিকা সফরে আমরা একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। অনেক মজা করেছি। হয়তো আমাদের এই বন্ধুত্ব দেখে অনেক শুভাকাঙক্ষী বিষয়টিকে বিয়েতে রূপান্তর করছেন। এর বেশি কিছু না। আর যদি এর বেশি কিছু হয়েও যায় অদূর ভবিষ্যতে, তবে সেটা আমি নিজ দায়িত্বে সবাইকে জানাবো। এটুকু আস্থা আমার ওপর রাখুন। প্লিজ এসব গুঞ্জনে আপাতত কান দেবেন না। এদিকে আরফিন রুমির বিয়ের গুঞ্জনের সঙ্গে বাতাসে ভাসছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। গুঞ্জন থেকে জানা গেছে, এই বিয়ের বিষয়টি রুমির পরিবারও জানেন। বিশেষ করে এই বিয়ের পক্ষে রুমি শতভাগ সাপোর্ট পাচ্ছেন মায়ের কাছ থেকে। গুঞ্জনে জানা গেছে, রুমির স্ত্রী লামিয়া আফরিন অনন্যা এরই মধ্যে বাবার বাড়ি চলে গেছেন। আরও জানা যায়, আরফিন রুমি মূলত এ বিয়েটি করেছেন আমেরিকার সিটিজেনশিপ পাওয়ার আশায়। কারণ, কামরুন নেসা সে দেশের গ্রিনকার্ড হোল্ডার। ফলে এ বিয়েটিকে অনেকে দেখছেন ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ হিসেবে। কারণ, অনাকাঙিক্ষত কম টাকার কাবিন এবং তড়িঘড়ি বিয়ের বিষয়টি সেটাই প্রমাণ করে। তার ওপর রুমি এবং তার স্ত্রী লামিয়া দু’জনের ফেসবুক ফ্রেন্ড লিস্টেই রয়েছেন আলোচিত প্রবাসী সুন্দরী কামরুন নেসা। এখন দেখার বিষয়, এই চাঞ্চল্যকর বিয়ের গুঞ্জনটি শেষতক কোনদিকে গড়ায়। আর কিভাবে এই গুঞ্জনের তীর-ধনুক সামাল দেন ঠাণ্ডামাথার রুমি।

Powered by Blogger.