যৌনতা ও সিগারেটের চেয়েও বেশি মোহনীয় সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক ও টুইটার
যৌনতা ও সিগারেটের চেয়েও বেশি মোহনীয় সোশাল নেটওয়ার্কিং সাইট
ফেইসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটার।সম্প্রতি ইউনিভার্সিটি অফ শিকাগোর এক
গবেষণায় জানা গেছে এমনি চমকপ্রদ খবর।গবেষকরা ব্ল্যাকবেরি ব্যবহারকারীদের
রেকর্ড পর্যবেক্ষণ করে। জার্মানির প্রায় ২৫০ ইন্টারনেট বাবহারকারী এতে
অংশগ্রহণ করেন। তারা জানান, ফেইসবুক বা
টুইটারে কোনকিছু শেয়ার করার জন্য তারা যেভাবে উদগ্রীব থাকেন, যৌনতা বা
সিগারেট তাদের অতোটা আকর্ষণ করে না।১৮ থেকে ৮৫ বছর বয়সি অংশগ্রহণকারীরা
জানান, তারা দিনে কম করে হলেও সাতবার এসব সাইটে যান এবং সপ্তাহে প্রায় ১৪
ঘণ্টা ফেইসবুক বা টুইটারে কাটান।
আইফোরইউ এর গবেষণায় দেখা গেছে, এখন ফেইসবুক, টুইটার বা
অন্যান্য সোশাল নেটওয়ার্ক অনেকটা নেশায় দাঁড়িয়ে গেছে। সহজলভ্যতা ও স্বল্প
খরচ এর মূল কারণ বলে গবেষণায় জানানো হয়।