আসছে ‘বিবাহ বিভ্রাট’
ঈদে প্রচার হবে।
নাটকটি রচনা করেছেন নওমী কামরুন বিধূ। জিটিভিতে নাটকটি ঈদের চতুর্থদিন প্রচার হবে।
এতে সাবার সঙ্গে অভিনয়ে আছেন রওনক হাসান, ইভান, খালেকুজ্জমান, আমিরুল হক চৌধুরী, সুজনসহ আর অনেকে। সাবাকে বিয়ে করার গল্প নিয়ে নাটকটির গল্প এগিয়ে যায়। বেশ হাস্যরসাত্মক নাটকটি উপস্থাপন করা হয়েছে বলে পরিচালক রওনক হাসান জানিয়েছেন। অন্যদিকে সাবা অভিনীত টেলিফিল্ম ‘গেম প্ল্যান’ আরটিভিতে প্রচার হবে বলে জানা যায়। এটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন পরিচালনা করেছেন শামীম অহমেদ রনি। টেলিফিল্মটিতে সাবার সঙ্গে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মাজনুন মীজান, সুষমা সরকারসহ অনেকে। এর গল্প গড়ে উঠেছে, ফারা নামের একজন রমনী চরিত্রে অভিনয় করেছেন সাবা। নাটকে দেখা যাবে একজন ব্যবসায়ীকে অন্তরালে থেকে কিডন্যাপর প্ন্যান করে সাবা। হঠাৎ করেই কিডন্যাপের গেম প্ল্যান চেঞ্জ করতেই নানা ধরনের জটিলতা তৈরি হয়। এছাড়া সাবা অভিনীত বেশ কিছু অনুষ্ঠান বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। সাবা বলেন, ঈদের জন্য বরাবরই ভিন্ন ধরনের আয়োজন থাকে। এবারও তেমনি। খুব বেশি নাটক বা অনুষ্ঠানে নয়। মানসম্পন্ন ও দর্শক পছন্দের মতো করেই কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত হচ্ছি দর্শক বিনোদন দিতে। আশা করছি সবার ভাল লাগবে।

