ইসরাইলের ৫৪ ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশের হ্যাকাররা

hakker.jpg  ভারতের পর এবার ইসরাইলের ৫৪টি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশের হ্যাকার গোষ্ঠী বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স। পবিত্র ঈদুল আজহার ছুটিতে এই হামলা করা হয়েছে বলে দাবি করেছে তারা। একই সঙ্গে এ কাজ উৎসর্গ করেছে ফিলিস্তিনের মানুষকে। অনলাইন সফটপিডিয়া এ খবর দিয়েছে। এতে বলা হয়, হ্যাকাররা ওইসব সাইট হ্যাক করার পর একটি বিবৃতিতে বলেছে
, ফিলিস্তিনিদের ঈদ মোবারক। বাংলাদেশে ঈদের দিন ছুটি পালিত হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্সরা আনন্দ উল্লাস করে আমাদের সময় নষ্ট করছি না। আমরা ইসরাইলের বেশকিছু ওয়েবসাইট হ্যাক করেছি। আর এর কৃতিত্ব আমরা ফিলিস্তিনিদের উৎসর্গ করছি। ফিলিস্তিনিরা নিজেদের একা মনে করো না। আল্লাহ আছেন তোমাদের সঙ্গে। একই বিবৃতিতে তারা ইসরাইলের প্রতি ভিন্ন ভাষায় কথা বলে। তারা লিখেছে- ইসরাইলিরা এখন কেমন মনে করছো? আমাদের নাম স্মরণে রেখ। আমরা বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স। আমরা তোমাদের জীবনকে নরকে পরিণত করবো। সাইবার দুনিয়া ও বাইরের দুনিয়ায় তোমাদের কোন অধিকার নেই। তোমরা ক্যান্সার আক্রান্ত একটি টিউমার ছাড়া আর কিছুই নও। আমরা বার বার তোমাদের আক্রমণ করবো। বাংলাদেশী এই হ্যাকারগোষ্ঠী যেসব সাইট হ্যাক করেছে তার মধ্যে আছে আইনি প্রতিষ্ঠান, ওয়েব ডেভেলপমেন্টবিষয়ক কোম্পানি, ওয়েব হোস্টিংবিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসায়ী ওয়েবসাইট।

Powered by Blogger.