সানি লিওনের আরও তিন

‘জিসম ২’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে বেশ ভালই আলোড়ন সৃষ্টি করেছিলেন ইন্দো-কেনেডিয়ান পর্নোতারকা সানি লিওন। আর এবার বেশ পাকাপোক্তভাবেই বলিউডে জেঁকে বসার জন্য আলাম্ব্রা এন্টারটেইনমেন্টের সঙ্গে আরও তিনটি সিনেমার চুক্তি সই করলেন তিনি। ২০১৩-এর মাঝামাঝি সময়েই সানি এই সিনেমাগুলোর
কাজ শুরু করবেন। এরই মধ্যে সিনেমার বিষয়বস্তু ও অন্যান্য বিষয় নিয়ে আলা¤্র^া এন্টারটেইনমেন্টের সঙ্গে সবকিছু ঠিকঠাক করে নিয়েছেন তিনি।
আলাম্ব্রা এন্টারটেইনমেন্টের এক মুখপাত্র এ বিষয়ে বলেন, বলিউডে ‘জিসম ২’ এবং ‘রাগীনি এমএমএস ২’-এর পর সানি তার তৃতীয়, চতৃর্থ এবং পঞ্চম সিনেমা আমাদের সঙ্গেই করবেন। সময় হলেই এ বিষয়ে আমরা সব কথা জানাতে পারবো।

Powered by Blogger.