শাওনকে ফেসবুকে হুমকি, চিকিৎসককে মুক্তির নির্দেশ

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের প্রতি ফেসবুকে অপপ্রচার চালানোর ঘটনায় আটক চিকিৎসক এহসানুজ্জামান খানকে আটক রাখা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। তাঁকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়ারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে
গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আজ সকালে এহসানুজ্জামান খানতে আদালতে হাজির করা হয়। বিকেলে আদালত এই আদেশ দেন।
মেহের আফরোজ শাওনকে ফেসবুকে হুমকি দেওয়া এবং তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে রমনা থানায় সাধারণ ডায়েরি করেন শাওনের বাবা মোহাম্মদ আলী। এ ঘটনায় র্যাব-৩-এর একটি দল এহসানকে ইস্কাটন রোডের অপসোনিন ফার্মাসিউটিক্যালসের সামনে থেকে আটক করে।

,
Powered by Blogger.