==> সাংবাদিক আতাউস সামাদ আর নেই
প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ (৭৫) আর নেই। ইন্না লিল্লাহি উয়াইন্না
ইলাইহি রাজিউন। আজ বুধবার রাত ট ৯টা ২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার করে তার বাম পা কেটে
ফেলা হয়। এর পর তার অবস্থার অবণতি হলে
তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিলো। এটা বললে ভুল হবে না যে, ৮০ এবং ৯০-এর দশকে বাংলাদেশে বিবিসি বলতে মার্ক টালির নামের পাশে যে নাম উচ্চারিত হতো সেই নাম হচ্ছে আতাউস সামাদ৻ মিঃ সামাদ দীর্ঘ ১২ বছর ঢাকায় বিবিসি নিউজের সংবাদদাতা ছিলেন, অনেক ঘটনা দেখেছেন, কাভার করেছেন৻ যেমন, এরশাদ-বিরোধী আন্দোলনের সময় বিবিসি বাংলার খবর ছিলো এক ধরনের লাইফ-লাইনের মত যেখানে প্রধান তথ্য সরবারহকারী ছিলেন আতাউস সামাদ৻
সর্বশেষ দৈনিক আমার দেশের উপদেষ্টা সম্পাদক ছিলেন। বেসরকারি টেলিভিশন এনটিভি’র প্রধান নির্বাহীর দায়িত্বও পালন করেন তিনি। এছাড়া দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।১৯৩৭ সালের ১৬ নভেম্বর ময়মনসিংহ জেলায় তিনি জন্মগ্রহণ করেন।
তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিলো। এটা বললে ভুল হবে না যে, ৮০ এবং ৯০-এর দশকে বাংলাদেশে বিবিসি বলতে মার্ক টালির নামের পাশে যে নাম উচ্চারিত হতো সেই নাম হচ্ছে আতাউস সামাদ৻ মিঃ সামাদ দীর্ঘ ১২ বছর ঢাকায় বিবিসি নিউজের সংবাদদাতা ছিলেন, অনেক ঘটনা দেখেছেন, কাভার করেছেন৻ যেমন, এরশাদ-বিরোধী আন্দোলনের সময় বিবিসি বাংলার খবর ছিলো এক ধরনের লাইফ-লাইনের মত যেখানে প্রধান তথ্য সরবারহকারী ছিলেন আতাউস সামাদ৻
সর্বশেষ দৈনিক আমার দেশের উপদেষ্টা সম্পাদক ছিলেন। বেসরকারি টেলিভিশন এনটিভি’র প্রধান নির্বাহীর দায়িত্বও পালন করেন তিনি। এছাড়া দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।১৯৩৭ সালের ১৬ নভেম্বর ময়মনসিংহ জেলায় তিনি জন্মগ্রহণ করেন।