লোডশেডিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নির্বাচনী প্রতিশ্রুতি অনুয়ায়ী বিদ্যুৎ উৎপাদনে সরকার লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে সরকারের কার্যকরী পরিকল্পনার কারণেই রমজান মাসে খুব একটা লোডশেডিং হয়নি। তবে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সকাল-বিকেল ১ ঘণ্টা করে লোডশেডিং দেয়ার জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বুধবার সংসদে প্রশ্নোত্তরপর্বে বিদ্যুৎ ব্যবহারের দেশবাসীকে আরো সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ খাতের উন্নয়নে সরকারের নেয়া নানা পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিদ্যুৎ সমস্যা সমাধানে স্বল্প, মধ্য আর দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার, সেজন্যই বিদ্যুত উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হচ্ছে।
শেখ হাসিনা বলেন, ‘গ্যাস সংকটকে বিবেচনায় রেখে বিদ্যুত উৎপাদনে স্বল্প মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়। ইতোমধ্যে ৫১টি বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে চালু হয়েছে এবং বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৮ হাজার ৩১৫ মেগাওয়াটে উন্নীত হয়েছে।’
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সকাল-বিকেল এক ঘণ্টা করে লোডশেডিং দেয়ার জন্য বিদ্যুত বিভাগকে নির্দেশ দেয়ার কথা জানান তিনি।
এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রমজান মাসে কোনো লোডশেডিং ছিল না। কিন্তু লোডশেডিং যেন মানুষ ভুলে না যায় সেজন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছি, সকালে ১ ঘণ্টা আর বিকেলে ১ ঘণ্টা করে অন্তত ২ ঘণ্টা করে যদি লোডশেডিং থাকে-এটা যেন একেবারে ভুলে না যান, কিছুটা যেন স্মরণ থাকে যে কী কষ্টে ছিল। অবশ্য এতে একটা লাভ আছে, সেটা হলো বিদ্যুৎ বিলটা একটু কম ওঠে।’
সরকারের প্রচেষ্টার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘অফিসে থাকি না থাকি, দেখা যাচ্ছে বাতি জ্বলচ্ছে, এয়ার কন্ডিশন চলছে-এগুলো অপচয় হচ্ছে। এক্ষেত্রে আমি অনুরোধ করব মাননীয় সংসদ সদস্যদের যে তারা নিজেরা নিজেদের অফিস এবং ঘরবাড়ি….সেই সঙ্গে আমি দেশবাসীকেও অনুরোধ করব, কেউ যদি নিজের হাতে সুইচটা অফ করে তাহলে কারো সম্মান যায় না। এটা কিন্তু আমি নিজে করি মাননীয় স্পিকার।’

Powered by Blogger.