একই দিনে চার ভাইয়ের জন্মদিন !
ট্রিস্টান ও ব্লেকের চতুর্থ জন্মদিন। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই জন্ম হয়েছে ডেভোন ও লোগানের।এমন ঘটনা এতই বিরল যে, তা ঘটে প্রতি তিন কোটি জন্মের ক্ষেত্রে মাত্র একবার। আর গোটা ব্রিটেনে এমন ঘটনা এটাই প্রথম। বেশ আমুদে গলায় কিম বললেন, এ ঘটনায় আমরা একেবারেই আÍহারা হয়ে যাই। কোনদিনই ভাবিনি ওদের জন্ম একই দিনে হবে।এখন থেকে ওদের জন্মদিনে আমরা ঘরে হুলস্থূল ফেলে দেব। ১৮ জুলাই ছিল সত্যিই উত্তেজনার। দিনটি পার হয়ে যেতে ঘড়ির কাঁটায় মাত্র ১০ মিনিট বাকি। কিন্তু ভাইদের সঙ্গে জন্মদিনের মিল রাখতে রাত ১১টা ৫০ মিনিটেই বেরিয়ে এলো লোগান সাড়ে ৫ পাউন্ড ওজন নিয়ে। যেন তর সইছিল না ডেভোনের। ১ মিনিটের ব্যবধানে সেও উঁকি দিল পৃথিবীর পানে। জন্ম নিল ৬.৩ পাউন্ড ওজন নিয়ে।

