=>> মৌলভি-কন্যাকে নগ্ন ঘোরাল ৫ যুবক

পাকিস্তানের পঞ্জাবে এক মৌলভি-কন্যাকে নগ্ন ঘোরাল ৫ যুবক। চেষ্টা করে ধর্ষণেরও। মেয়েটির ভাইয়ের বিরুদ্ধে ইভ টিজিংয়ের অভিযোগ খারিজ হওয়াতেই এই ‘বদলা নিয়েছে
বলে জানা যায়।মৌলভির তিন কন্যা বুধবার  যখন কেনাকাটা সেরে  ঘরে ফিরতে দেরী হয়. এসময় ফৈসলাবাদ জেলার লাহোর এলাকায় পাঁচ তরুণ দ্বারা তারা আক্রান্ত হয়. তাদের দুই বোনের বৃহস্পতিবার বিয়ের দিন নির্ধারিত ছিল। 

দুই বোন পালাতে সক্ষম হলেও আক্রমণকারীরা একজনের জামাকাপড়খুলে যৌন হেনস্থা করেছে এবং তাকে নগ্ন করে গ্রামে ঘুরিয়েছে।"তারা তাকে পাচার এবং ধর্ষণ করারও চেষ্টা করেগ্রামে আগেই তার ঘোষণা করেছিল এবং মেয়েটির ভাইয়ের বিরুদ্ধে ইভ টিজিংয়ের অভিযোগ খারিজ হওয়াতে অবশেষে  তার এ ঘটনা ঘটায়।

Powered by Blogger.