সাঈদীর ওয়াজের সিডি বিতরণ করছে আ. লীগ!


জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধের কথিত অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড় করালেও . ইউনূসকে ঘায়েল করতে তার একটি ওয়াজের অডিও সিডি সারাদেশে বিতরণ করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা
গ্রামীণ ব্যাংকসহ এনজিওগুলোর অতিমুনাফা এবং ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের প্রতি অমানবিক আচরণের সমালোচনা করে মাওলানা সাঈদীর একটি পুরনো বক্তব্যের ওই অডিও ক্যাসেট সিডি আকারে লাখ লাখ কপি আওয়ামী লীগ সরকারের একটি বিশেষ সংস্থা তাদের নিজস্ব চ্যানেলে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়েছে এবং দিচ্ছে
দেশের বিভিন্ন অঞ্চলের চায়ের দোকান, সেলুন, হাটবাজার পাড়া মহল্লায় এখন মাওলানা সাঈদীর ওই ক্যাসেট বাজানো হচ্ছে। আওয়ামী লীগ অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ওই সিডি ক্যাসেট সরবরাহ করে বাজাতে বলছে। আওয়ামী লীগ দলীয় হিসেবে পরিচিতদের প্রতিষ্ঠানে সাঈদীর ওয়াজ শুনে অনেকে বিস্মিত হচ্ছেন। খোঁজ-খবর নিলে জানা যাচ্ছে সরকারের অভিনব কৌশলের কথা।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাওলনা সাঈদীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া, গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা দেয়া, পুলিশকে ধাক্কা দেয়া, পুলিশের গাড়িতে আগুন দেয়াসহ বিভিন্ন হাস্যকর অভিযোগ এনে ১৪টি মামলা দেয়া হয়। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দিনের পর দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। সব শেষে কারাগারে থাকা অবস্থায়ই গত বছর তাকে যুদ্ধাপরাধের কথিত অভিযোগে আটক দেখানো হয়। এখন তার বিচার প্রায় শেষ পর্যায়ে। এর আগে ২০০৭ সালে মইন-ফখরুদ্দীনের অসাংবিধানিক সরকারের আমল থেকে তার ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে সরকার। বিশ্ববরেণ্য এই ইসলামী চিন্তাবিদের মাহফিলে লাখ লাখ যুবক তরুণের ঢল নামত।
প্রায় বছর ধরে ওয়াজ মাহফিল বন্ধের পাশাপাশি বাস গাড়িতে তার ক্যাসেট বাজানোর ওপরও প্রত্যক্ষভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বর্তমান সরকারের সময়ে তার ওয়াজের ক্যাসেট বাজানো তো দূরের কথা, ঘরে একটি ক্যাসেট রাখলেও তাকে জঙ্গি হিসেবে চিহ্নিত করে পুলিশ ধরে নিয়ে যায়।
মাওলানা সাঈদীর ওয়াজের ক্যাসেট বাজানোর ওপর যেখানে অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে সেখানে হঠাত্ করেই সারাদেশে কয়েকদিন ধরে তার ক্যাসেট বাজতে শোনা যাচ্ছে। নিয়ে সর্বমহলে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। রাজধানীর বিভিন্ন অলিগলি, টঙ্গীর বিভিন্ন প্রতিষ্ঠান, ঈদের আগে বনানীর নবরূপ ফ্যাশন হাউস, আওয়ামী লীগ সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে সাঈদীর ওয়াজ শুনে খোঁজ-খবর নিতে গিয়ে আমার দেশ-এর প্রতিবেদক জানতে পারেন, সরকারের একটি বিশেষ সংস্থার উদ্যোগে এবং দলীয় চ্যানেলে সিডি বিতরণের কাজ চলছে
   সুত্রঃ ঢাকা, মঙ্গলবার সেপ্টেম্বর ২০১২-দৈনিক আমার দেশ

Powered by Blogger.