গাইবান্ধা স্টেশনে ট্রেন ছেড়ে দেয়ায় মন্ত্রী পড়ে গেলেন প্লাটফর্মে, অল্পের জন্য রক্ষা

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গাইবান্ধা স্টেশনে ট্রেনের দরজায় দাঁড়িয়ে কথা বলার সময় ট্রেন ছেড়ে দেয়ায় মন্ত্রী প্লাটফর্মে পড়ে যান তবে তিনি গায়ে বড় আঘাত পাননি উপস্থিত লোকজন মন্ত্রীকে ধরাধরি করে দুর্ঘটনা থেকে রক্ষা করেন উত্তরাঞ্চলের বিভিন্ন স্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী লালমণি এক্সপ্রেস ট্রেনে করে লালমনিরহাট থেকে ঢাকায় ফিরছিলেন দুপুর ১২টা ২০ মিনিটের দিকে
ট্রেনটি গাইবান্ধা স্টেশনে পৌঁছায় সময় জেলা আওয়ামী লীগ যুবলীগের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয় পরে ট্রেনের বগি আসন বাড়ানোর জন্য মন্ত্রীর কাছে স্টেশন থেকে যাত্রীরা দাবি জানাতে থাকেন সময় মন্ত্রী ট্রেনের দরজায় দাঁড়িয়ে তাদের উদ্দেশে বক্তব্য রাখেন বক্তব্য চলাকালেই ট্রেনটি যাত্রা শুরু করে
এর আগে সকালে তিনি রংপুরের কাউনিয়া রেল স্টেশন পরিদর্শন শেষে রেলের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এক মাসের আলটিমেটাম দেন তিনি রেলের দুর্নীতিবাজ টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের এক মাসের মধ্যে ভালো হওয়ার নির্দেশ দিয়ে বলেন, আমি মন্ত্রী থাকা অবস্থায় এসব অপকর্ম চলবে না ভালো হতে না পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে কাউনিয়া স্টেশন মাস্টার বাবুয়ানা রশিদকে বলেন, তুমি অকামের হোতা খারাপ কতো পয়সা কড়ি কামাইছ কামাই রোজগার ভালোই হচ্ছে, না? তোমার এবং তোমার সিন্ডিকেট এখানে লুটপাট করছে আমি যতোদিন আছি লুটপাট হতে দেব না তোমাদের গড়া সিন্ডিকেট ভেঙে দেব মন্ত্রী আরও বলেন, ভালো হইবা ভালো হইতে হবে ভালো হয়ে যাও আগামী এক মাসের মধ্যে ভালো না হলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব

Powered by Blogger.