হিন্দি ছবিতে ঢাকার ইমন, বিপরিতে নার্গিস ফাকরী

n-i.jpg বাংলার সুবাদার শায়েস্তা খাঁর মেয়ে পরী বিবির কাছে ছিল প্রচুর স্বর্ণালংকার। মৃত্যুর আগে সেই স্বর্ণালংকারের বাক্সটি তিনি লালবাগ দুর্গের একটি সুড়ঙ্গে মাটি খুঁড়ে পুঁতে রাখেন। ঘটনাটি সেই সপ্তদশ শতাব্দীর। বাংলাদেশের প্রত্নতত্ত্ব্ব বিভাগ লালবাগ কেল্লার সংস্কার করতে গিয়ে খুঁজে পায় বাক্সটি। কৌশলে বাক্সটি চুরি করে আন্তর্জাতিক চোরাকারবারি দলের সদস্যরা। এরপর তা পাচার করে দেয় ফ্রান্সের প্যারিসে। বাক্সটি উদ্ধারের দায়িত্ব
পায় বাংলাদেশ ও ভারতের দুটি গোয়েন্দা সংস্থা।শুরু হয় অভিযান। এমনই ছবির গল্পে এবার বলিউডের হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ইমন। ছবির নাম মিশন প্যারিস। ছবিটির বেশির ভাগ কাজ হবে প্যারিসে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে তাঁর। সে উদ্দ্যেশ্যে আজ সকালেই মুম্বাই যাত্রা করেছেন ইমন। ছবিটি পরিচালনা করবেন স্বপন আহমেদ। ইমনের সঙ্গে থাকবেন রকস্টার ছবির নায়িকা নার্গিস ফখরি। আরও থাকবেন ইরফান খান, ফোর্স ছবির বিদ্যুৎ জামওয়াল প্রমুখ। স্বপন আহমেদের কাহিনি থেকে এর চিত্রনাট্য লিখছেন বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার প্রফুল পারেখ।

Powered by Blogger.