আগামী সপ্তাহেই ‘ঘেঁটুপুত্র কমলা’র মুক্তি-হুমায়ূন আহমেদ পরিচালিত শেষ চলচ্চিত্র

প্রয়াত কথাশিল্পী-নির্মাতা হুমায়ূন আহমেদ পরিচালিত শেষ চলচ্চিত্র ‘ঘেঁটুপুত্র কমলা’ মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। সেদিন থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও বলাকা সিনেওয়ার্ল্ডে ছবিটির প্রদর্শনী চলবে। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক [বিপণন] ইবনে হাসান এই সিদ্ধান্তের কথা জানিয়ে মিডিয়াকে বলেন, ‘এই ছবি ছাড়া হুমায়ূন আহমেদের কোনো সরাসরি সৃষ্টিকর্ম নেই, আমরা ভাগ্যবান তার শেষ ছবিটি আমাদের হাতে মুক্তি পাচ্ছে। আর এর প্রচারে কাজ করতে পেরে আমরা গর্ব বোধ করছি। ছবিটির মুক্তিতে আমাদের সঙ্গে হাত মিলিয়েছে প্রাণ ঝালমুড়ি।’
৭ সেপ্টেম্বর মুক্তির আগে ‘ঘেঁটুপুত্র কমলা’র একটি বিশেষ প্রদর্শনী হবে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুন, তারিক আনাম খান, প্রাণ রায়, তমালিকা কর্মকার, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, জুয়েল রানা, পুতুল, কুদ্দুস বয়াতি, আগুন, আবদুল্লাহ রানা, মাসুদ আখন্দ এবং ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার শিল্পী প্রাপ্তি ও প্রান্তি। ভাটি অঞ্চলের ঘেঁটুপুত্রদের জীবনকে ঘিরেই এর গল্প। হুমায়ূন আহমেদ শেষবার যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ২৯ মে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে কাছের মানুষদের নিয়ে ছবিটি দেখেন।

Powered by Blogger.