=>> নিজের ১৬ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেছে নরপিশাচ পিতা
ভারতের মুম্বইতে আরেক নরপিশাচ পিতার সন্ধান মিলেছে। সত্যজিত চৌধুরী (৪৫)
নামের ওই পিতাকে তার নিজের কন্যার সম্ভ্রমহানীর জন্য পুলিশ আটক করেছে।
একদিন বা দু’দিন নয় নিজের ১৬ বছর বয়সী মেয়েকে তিন বছর ধরে ধর্ষণ
করেছে সে। ২০০৯ সাল থেকে চুপিসারে ওই নির্যাতন তার মেয়ে সহ্য হরে গেছে। কিন্তু সম্প্রতি সে বিষয়টি নিয়ে ক্লাসের এক সহপাঠীর সঙ্গে আলাপ করে। তার সহপাঠী এ কথা শুনে উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে নির্যাতিতাকে নিয়ে সে ছোটে চাইল্ডলাইন ফাউন্ডেশনে। তাদের অভিযোগের ভিত্তিতে দাহিসার পুলিশ ওই পিতা নামের নরপশুকে গ্রেপ্তার করে ধর্ষণের অভিযোগে। পুলিশ তাকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে। গতকাল ভারতের একটি অনলাইন ট্যাবলয়েড দৈনিক এ খবর দিয়েছে। এতে বলা হয়, সত্যাজিত চৌধুরী দাহিসারের লক্ষীনিবাসের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে। তদন্ত করে দেখা গেছে, মেয়ে যাতে অন্তসত্ত্বা হয়ে না পড়ে এজন্য সে তাতে গর্ভপাতে পিল খাওয়াতো। দাহিসার পুলিশ নিশ্চিত করেছে ধর্ষিতা মোনা (পরিবর্তিত নাম) চাইল্ডলাইন ফাউন্ডেশনে গিয়ে অভিযোগ জানায়। সেখানে সে বলে, ২০০৯ সাল থেকে তার পিতা তার সঙ্গে পশুর মতো আচরণ করছে। মোনা বলেছেন, তার প্রস্তাবে বাধা দিলে তিনি আমাকে বাড়ি থেকে বাইরে ছুরে ফেলে দেয়ার হুমকি দিতেন। শেষ পর্যন্ত আমি সাহস দেখিয়েছি এবং বিষয়টি নিয়ে আমার এক বান্ধবীর সঙ্গে কথা বলেছি। মোনা বলেছেন, আগে তিনি তার ১২ বছর বয়সী বোন ও ১৪ বছর বয়সী এক ভাইয়ের সঙ্গে ঘুমাতেন। কিন্তু তাতে তার পিতা আপত্তি তোলে। সে তাকে জোর করে তার সঙ্গে একটি আলাদা ঘরে ঘুমাতে বাধ্য করে। মোনার মা সঙ্গীতা মারা গিয়েছেন ২০০৪ সালের সেপ্টেম্বরে। তারপর থেকেই তিন সন্তান তার পিতার করুণার দিকে তাকিয়ে ছিল।
করেছে সে। ২০০৯ সাল থেকে চুপিসারে ওই নির্যাতন তার মেয়ে সহ্য হরে গেছে। কিন্তু সম্প্রতি সে বিষয়টি নিয়ে ক্লাসের এক সহপাঠীর সঙ্গে আলাপ করে। তার সহপাঠী এ কথা শুনে উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে নির্যাতিতাকে নিয়ে সে ছোটে চাইল্ডলাইন ফাউন্ডেশনে। তাদের অভিযোগের ভিত্তিতে দাহিসার পুলিশ ওই পিতা নামের নরপশুকে গ্রেপ্তার করে ধর্ষণের অভিযোগে। পুলিশ তাকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে। গতকাল ভারতের একটি অনলাইন ট্যাবলয়েড দৈনিক এ খবর দিয়েছে। এতে বলা হয়, সত্যাজিত চৌধুরী দাহিসারের লক্ষীনিবাসের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে। তদন্ত করে দেখা গেছে, মেয়ে যাতে অন্তসত্ত্বা হয়ে না পড়ে এজন্য সে তাতে গর্ভপাতে পিল খাওয়াতো। দাহিসার পুলিশ নিশ্চিত করেছে ধর্ষিতা মোনা (পরিবর্তিত নাম) চাইল্ডলাইন ফাউন্ডেশনে গিয়ে অভিযোগ জানায়। সেখানে সে বলে, ২০০৯ সাল থেকে তার পিতা তার সঙ্গে পশুর মতো আচরণ করছে। মোনা বলেছেন, তার প্রস্তাবে বাধা দিলে তিনি আমাকে বাড়ি থেকে বাইরে ছুরে ফেলে দেয়ার হুমকি দিতেন। শেষ পর্যন্ত আমি সাহস দেখিয়েছি এবং বিষয়টি নিয়ে আমার এক বান্ধবীর সঙ্গে কথা বলেছি। মোনা বলেছেন, আগে তিনি তার ১২ বছর বয়সী বোন ও ১৪ বছর বয়সী এক ভাইয়ের সঙ্গে ঘুমাতেন। কিন্তু তাতে তার পিতা আপত্তি তোলে। সে তাকে জোর করে তার সঙ্গে একটি আলাদা ঘরে ঘুমাতে বাধ্য করে। মোনার মা সঙ্গীতা মারা গিয়েছেন ২০০৪ সালের সেপ্টেম্বরে। তারপর থেকেই তিন সন্তান তার পিতার করুণার দিকে তাকিয়ে ছিল।