অর্থমন্ত্রী উল্টাপাল্টা কথা বলে রাবিশে পরিণত হয়েছেন-মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উল্টাপাল্টা কথাবার্তার মধ্যে দিয়ে নিজেই রাবিশে পরিণত হয়েছেন মির্জা ফখরুল অভিযোগ করেন, অর্থমন্ত্রী মানুষকে ছোট করে মজা পান, জন্য তিনি কারণে-অকারণেরাবিশবলেন অথচ তিনি জনগণের কাছে
রাবিশ ছাড়া আর কিছুই নন তাঁকে এখন আস্তাকুঁড়ে ছুড়ে ফেলার সময় এসেছে বলেও মন্তব্য করেন ফখরুল
শিক্ষাঙ্গনে নৈরাজ্যের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ১৮-দলীয় জোট, ঢাকা মহানগরের এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন
মির্জা ফখরুল বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে সুপরিকল্পিভাবে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে ভবিষ্যতে যেন মেধাবী নেতৃত্ব আসতে না পারে সে জন্য এবং জাতিকে মেধা নেতৃত্বশূন্য করতে সরকার কাজ করছে এর আগে সরকার শিবির-ছাত্রদলের ওপর দায় চাপিয়ে সফল হয়নি সফল না হয়ে তারা নিজেরাই এখন শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসে কাজ করছে
বর্তমান সরকারকে গাধার সঙ্গে তুলনা করে ফখরুল বলেন, ‘সবকিছুই খায় কিন্তু ঘোলা করে খায় সরকারের বিদায়ের সময় হয়েছে, এটা তারা বুঝতে পেরেছেনির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে তিনি বলেন, শুভবুদ্ধির উদয় না হলে সরকার পালানোর পথ পাবে না
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৮-দলীয় জোটের নেতারা বক্তব্য দেন

Powered by Blogger.