বিয়ের প্রতিশ্রুতিতে রোগিণীর সঙ্গে সহবাস
মীরাটের মদিনানগরের নিওয়াদি এলাকা। এখানেই প্রাইভেট
ক্লিনিক ডাক্তার গজেন্দ্র সাগরের। সেখানেই ডাক্তার দেখাতে আসতেন স্থানীয়
এক তরুণী।
ক্রমে ডাক্তারের সঙ্গে তাঁর
সম্পর্ক গড়ে ওঠে। একসঙ্গে থাকতে শুরুর করেন দুজনে। অভিযোগ,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন গজেন্দ্র। চলেছে নিয়মিত ধর্ষণ। শুধু তাই নয়। ধর্ষণের ছবি তুলে তার এমএমএস করা হয়েছে।
কিন্তু শেষ অবধি বিয়ে তো করেননি, উল্টে হুমকি দেন অভিযুক্ত ডাক্তার। নালিশ করলে ছড়িয়ে দেবে সব এমএমএস। কিন্তু তাতে ভয় পাননি তরুণী। অভিযোগ জানিয়েছেন পুলিশে।
যদিও সরকারি হাসপাতালের ওই ডাক্তারের পরিবারের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ক্রমে ডাক্তারের সঙ্গে তাঁর
সম্পর্ক গড়ে ওঠে। একসঙ্গে থাকতে শুরুর করেন দুজনে। অভিযোগ,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন গজেন্দ্র। চলেছে নিয়মিত ধর্ষণ। শুধু তাই নয়। ধর্ষণের ছবি তুলে তার এমএমএস করা হয়েছে।
কিন্তু শেষ অবধি বিয়ে তো করেননি, উল্টে হুমকি দেন অভিযুক্ত ডাক্তার। নালিশ করলে ছড়িয়ে দেবে সব এমএমএস। কিন্তু তাতে ভয় পাননি তরুণী। অভিযোগ জানিয়েছেন পুলিশে।
যদিও সরকারি হাসপাতালের ওই ডাক্তারের পরিবারের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।