আজ ‘ইত্যাদি’তে যা থাকছে

প্রতি ঈদেই থাকে ‘ইত্যাদি’র জমকালো আয়োজন এবং চমকানো সব বিষয়। এবারের ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। অনুষ্ঠান শুরু হয়েছে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
বিদেশিদের নিয়ে এবারও রয়েছে ব্যতিক্রমী আয়োজন। এ পর্বটিতে পৃথিবীর নানান দেশের প্রায় অর্ধশতাধিক বিদেশি নাগরিক অংশগ্রহণ করেছেন।

গান গেয়েছেন এন্ড্রু কিশোর। গানটির চিত্রায়ণে অংশগ্রহণ করেছেন অভিনয়শিল্পী মাহফুজ, তারিন, অপূর্ব ও অহনা।
একটি ব্যতিক্রমী পর্ব উপস্থাপনা করেছেন শিল্পী মমতাজ, সঙ্গে আছেন কণ্ঠ তারকা পার্থ বড়ুয়া ও এসআই টুটুল।
এবারের নৃত্যে কোন নৃত্যশিল্পী নয়, অংশগ্রহণ করেছেন দুই সংগীতশিল্পী কনা ও হৃদয় খান।
৪ মিনিটের একটি পর্বে দেখানো হয়েছে শতাধিক পর্বের কিছু সিরিয়ালের মূল অংশ, যা দেখলে সিরিয়ালের কাহিনী, বক্তব্য এবং উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
আর এ পর্বে অভিনয় করেছেন জনপ্রিয় আটজন তারকা। সঙ্গে ছিলেন একদল নৃত্যশিল্পী।
প্রতি ঈদের মতো এবারও রয়েছে ব্যাপক আয়োজনে বিষয়ভিত্তিক দলীয় সংগীত।
জনসংখ্যা সমস্যা নিয়ে তৈরি এবারের দলীয় সংগীতে অংশগ্রহণ করেছেন অভিনেতা ফেরদৌস।
দর্শকদের নিয়ে করা একটি মজার পর্বে অংশ নিয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম।
থাকছে মামা-ভাগ্নেকে নিয়ে পর্ব, বিদ্রুপাত্মক নাট্যাংশ।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

,
Powered by Blogger.