রাজধানীতে মাথায় গুলি করে ছাত্রের আত্মহত্যা
রাজধানীর ওয়ারীতে মাথায় গুলি করে আমির সিয়াম (১৫) নামে ১০ম শ্রেণীর এক ছাত্র আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে নিজের মাথায় গুলি করার পর সিয়ামকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।
সিয়াম ওয়ারীর ৪২ র্যাংকিন স্ট্রিটের ডি-২ ফ্লাটের বাসিন্দা মো. মাহবুবুর রহমানের ছেলে ও স্থানীয় মিতালী স্কুলের ছাত্র।
এ ব্যাপারে ওয়ারী থানার এসআই পিযূষ কান্তি রায় জানান, ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলির একটি খোসা জব্দ করা হয়েছে। ওই পিস্তলটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। কিভাবে সে এটি সংগ্রহ করল তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের দাবি সিয়াম আত্মহত্যা করেছে। তাকে খুন করা হয়নি। তবে কি কারণে সিয়াম আত্মহত্যা করেছে তার স্পষ্ট কোনো কারণ জানা যায়নি। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে নিজের মাথায় গুলি করার পর সিয়ামকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।
সিয়াম ওয়ারীর ৪২ র্যাংকিন স্ট্রিটের ডি-২ ফ্লাটের বাসিন্দা মো. মাহবুবুর রহমানের ছেলে ও স্থানীয় মিতালী স্কুলের ছাত্র।
এ ব্যাপারে ওয়ারী থানার এসআই পিযূষ কান্তি রায় জানান, ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলির একটি খোসা জব্দ করা হয়েছে। ওই পিস্তলটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। কিভাবে সে এটি সংগ্রহ করল তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের দাবি সিয়াম আত্মহত্যা করেছে। তাকে খুন করা হয়নি। তবে কি কারণে সিয়াম আত্মহত্যা করেছে তার স্পষ্ট কোনো কারণ জানা যায়নি। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।