অন্তরঙ্গভাবে ধরা পড়লেন বিপাশা!
রনবীর-ক্যাটরিনা, সালমান-লিলুয়ার পর এবার রোমান্স করতে গিয়ে ধরা পড়লেন
বলিউড সেক্স সিম্বল বিপাশা বসু। আর তার রোমান্সের সঙ্গী হলেন অভিনেতা
হারমান বেওজা। কয়েকদিন আগে হারমান ও বিপাশা গোয়া সমুদ্র সৈকতে বেশ
রোমান্টিক একটা সময় পার করে এসেছেন
। কিন্তু সেখানকার কোনো ছবি পাওয়া যায়নি। তবে কিছুদিন আগে হারমান বেওজার সঙ্গে একটি ভিলার সুইমিং পুলে বেশ অন্তরঙ্গভাবে দেখা গেছে বিপাশাকে। সেই ছবিও পাওয়া গেছে।
ছবিতে সুইমিংপুলে হারমানকে জড়িয়ে ধরে আছেন বিপাশা। একটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে ইন্ডিয়া টুডেতে খবর প্রকাশ হয় যে, বিপাশা বসু নাকি তার সঠিক মানুষটিকে পেয়ে গেছেন। হারমানকে নাকি বিপাশার মা এবং বোনেরও খুব পছন্দ। তাই বিপাশা এবং হারমানের বিয়েটা নাকি এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। হারমানকে বিয়ে করুক বা না করুক তার সাথে বিপাশা বেশ চমত্কার একটা সময় কাটাচ্ছেন বলে জানা যায়।
। কিন্তু সেখানকার কোনো ছবি পাওয়া যায়নি। তবে কিছুদিন আগে হারমান বেওজার সঙ্গে একটি ভিলার সুইমিং পুলে বেশ অন্তরঙ্গভাবে দেখা গেছে বিপাশাকে। সেই ছবিও পাওয়া গেছে।
ছবিতে সুইমিংপুলে হারমানকে জড়িয়ে ধরে আছেন বিপাশা। একটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে ইন্ডিয়া টুডেতে খবর প্রকাশ হয় যে, বিপাশা বসু নাকি তার সঠিক মানুষটিকে পেয়ে গেছেন। হারমানকে নাকি বিপাশার মা এবং বোনেরও খুব পছন্দ। তাই বিপাশা এবং হারমানের বিয়েটা নাকি এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। হারমানকে বিয়ে করুক বা না করুক তার সাথে বিপাশা বেশ চমত্কার একটা সময় কাটাচ্ছেন বলে জানা যায়।