নগ্ন ফটোস্যুটে অর্পণা সেনের মেয়ে কঙ্কনা!

অধিকাংশ সময়ে সুতির শাড়ি পরিহিত অবস্থায় দেখা শান্ত, কোমল অভিনেত্রী কঙ্কনা সেন শর্মাকে যৌন দৃশ্যে কল্পনা করা বেশ কঠিন। তাছাড়া তিনি অর্পণা সেনের মেয়ে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো সম্প্রতি কঙ্কনা কয়েকটি ম্যাগাজিনের জন্য নগ্ন দৃশ্যের ফটোস্যুটে অংশ নিয়েছেন।

যৌন ভঙ্গিতে তার ফটোস্যুট নেয়া হয়েছে। এ প্রসঙ্গে কঙ্কনা বেশ জোরালোভাবেই বলেছেন, ‘একজন নারী নিজেকে যতটা সেক্সি মনে করেন, তিনি ততটাই সেক্সি।’
এ ছবিগুলো মেক্সিম ইন্ডিয়া’র একটা অংশ। গত বছর আনুশকা শর্মা এবং শ্রুতি হাসান মেক্সিম ইন্ডিয়া’র জন্য ফটোস্যুটে অংশ নিয়েছিলেন।
ইতোমধ্যে একটি বিষয়ে সবাই নিশ্চিত যে, বলিউড রমণীরা বরাবরই নগ্ন হওয়ার ক্ষেত্রে সাহসী।

,
Powered by Blogger.