পর্ণোস্টার বলিউড অভিনেত্রী সানি লিওন এখন ঢাকায়


এবারের রমজানে ঢাকায় এসেছেন পর্ণোস্টার বলিউড অভিনেত্রী সানি লিওন তবে স্বশরীরে নয় সানি নামের পোশাকে ছেয়ে গেছে ঢাকা শহরের ঈদের মার্কেট

সানি লিওনের একচ্ছত্র রাজত্ব এবার বাংলাদেশের ঈদ আয়োজনে। কানাডিয়ান এই পর্ণ তারকার নামে পোশাক খুঁজে নিতে ক্রেতাদের সঙ্গে দরদামে ব্যস্ত দোকানিরা।

তবে যারা সানি লিওনের ছবি বা নামের সঙ্গে পরিচিত নয় তারাও সানিতে আগ্রহ দেখাচ্ছেন। আর তাদের কাছে সানি লিওনের নামটি ফুটিয়ে তুলতে ব্যস্ত বিক্রেতারা। সানি লিওন স্বশরীরে না এলেও মেয়েদেরসানি লিওনডিজাইনের পোশাক নজর কেড়েছে দেশিয় ক্রেতাদের

এবারের ঈদে তাই নতুন মডেলের পোশাকের খোঁজ করতেই প্রথমেই আসছে এখন সানি লিওনের নাম।

সানি লিওন ডিজাইনে ঘাগড়া, থ্রি-পিচ, মিনি স্কার্ট রয়েছে ক্রেতাদের প্রথম পছন্দে। নতুন মডেলের এই পোশাকের দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের আগ্রহ মিলছে। আবার অনেকে বাবা মায়ের কাছে বায়না ধরছে এবারের ঈদে সানি লিওন তার চাইই চাই।

,
Powered by Blogger.