সঙ্গীর ছুরিতে খণ্ডিত সমকামী যুবকের গোপনাঙ্গ

কাজের জায়গায় শুরু হয় ঘনিষ্ঠতা। তার থেকেই একসঙ্গে থাকার সিদ্ধান্ত। কিন্তু ইদানীং সেই সহবাস খুব একটা সুখের ছিল না। পুলিশ জানিয়েছে মাঝে মাঝেই ঝগড়া হত দুজনের।
একদিন রাতে দুজনের মধ্যে শুরু হয় তীব্র বিবাদ। ঝগড়ার পরে হরিজন ঘনিষ্ঠ হতে চায় সঙ্গী গুরমির সঙ্গে। কিন্তু জানা গেছে গুরমির কাচ থেকে প্রত্যাখ্যাত হন তিনি। এরপরেই চড়ে যায় রামশরণ হরিজনের রাগের পারদ। অভিযোগ,রান্নাঘর থেকে ছুরি এনে ঝাঁপিয়ে পড়েন গুরমির উপর। চুরির আঘাতে খণ্ডিত হয়ে যায় ৩০ বছর বয়সী গুরমির গোপনাঙ্গ।
তাঁর আর্ত চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় সিওন হাসপাতালে।
গ্রেফতার করা হয়েছে ৩৮ বছর বয়সী রামশরণ হরিজনকে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ নম্বর ধারায় রুজু করা হয়েছে মামলা।