টাকা ভর্তি ৫০০ কেজি ওজনের এটিএম উপড়ে নিল দুষ্কৃতীরা

ব্যাঙ্গালোরের এই এলাকায় গত ২৫ মে উদ্বোধন হয় SBI-এর শাখা। তার মাসখানেক পর শুরু হয় ব্যাঙ্ক লাগোয়া ATM। মঙ্গলবার ওই রাস্তায় টহলরত পুলিশদের চোখ কপালে। কাচের ঘর যেমন ছিল সেরকম আছে। ভিতরে উধাও ATM মেশিন।
প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারনা,মঙ্গলবার রাত দেড়টার পরে ডাকাতি হয়েছে। কিন্তু কী সম্ভব হল এই জিনিস?
জানা গিয়েছে গলদ ছিল গোড়ায়। ATM মেশিনটা আদৌ ভাল করে বসানোই ছিল না। সিমেন্টের মেঝের সঙ্গে মাত্র দুটো নাট আর বোল্ট দিয়ে আটকানো ছিল। ফলে খুলতে কোনও অসুবিধে হয়নি। তারপর বাইরে দাঁড় করানো গাড়িতে মেশিন চাপিয়ে দে চম্পট।
সিসিটিভির ফুটেজ যা মিলেছে তাতে দেখা যাচ্ছে কম্বলে মুখ ঢেকে ছ জন দুষ্কৃতী এই ATM-এ ঢোকে। তারপরেই ক্লোজড সার্কিট টিভিতে আঘাত। ফলে আর কোনও ছবি ওঠেনি।
SBI-এর ওই শাখার ম্যানেজার জানিয়েছেন ATM-এ মজুত ছিল ২০ লাখ টাকা। পুলিশের একটি বিশেষ দল এই লুঠের তদন্ত করছে।
অবশ্য ব্যাঙ্গালোরে নিরাপত্তারক্ষীবিহীন ATM লুঠ এই প্রথম নয়। গত ৮ জুন ব্যাঙ্গালোরের উত্তর পশ্চিম শহরতলিতে লুঠ করা হয় কানাড়া ব্যাঙ্কের একটি ATM।
সেই ঘটনায় চারদিনের মধ্যে ধরা পড়ে তিনজন দোষী। উদ্ধার হয় ১৮ লাখ টাকা।