'বাংলার সব মহিলা ধর্ষিতা হচ্ছেন নাকি?'

'বাংলার সব মহিলা ধর্ষিতা হচ্ছেন নাকি?' প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর। সেইসঙ্গে ক্ষোভ উগরে দেন সংবাদমাধ্যমের বিরুদ্ধে


রবিবার উত্তর চব্বিশ পরগনার মিনাখাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ,রাজ্যের সংবাদমাধ্যমের একাংশ মেয়েদের উপর অত্যাচারকে বড় করে দেখাচ্ছে। তাঁর অভিযোগ,এই চ্যানেলগুলো নাকি বিরোধী পক্ষের সঙ্গে হাত মিলিয়েছে। তাই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এতে নাকি বাংলার মাটির অপমান করা হচ্ছে।

কামদুনিতে গিয়ে প্রতিবাদীদের উপর চোটপাট করার জেরে বুদ্ধিজীবীদের অধিকাংশ মুখ্যমন্ত্রীর উপর ক্ষিপ্ত। তাতেও অবশ্য থেমে থাকেনি নেত্রীর অনির্বচনীয় বচন। তিনি লাগাতার বলে গেছেন,তাঁকে নাকি খুনের ষড়যন্ত্র করা হয়েছে। এমনকী তিনি এও বলেছেন,টক শো-এ যারা ধর্ষণ নিয়ে কথা বলে,তারা নাকি পর্নোগ্রাফিতে জড়িত। এখানেই শেষ নয়। মমতার অভিযোগ,রাজ্যে ক্রমাগত ধর্ষণের জন্য তাঁকেই দায়ী করছে সংবাদমাধ্যম।

National Crime Records Bureau-র পরিসংখ্যান অনুযায়ী,২০১২-তে মহিলাদের উপর অত্যাচার করার মোট ৩০ হাজার ৯৪২ টি অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই দাবি অস্বীকার করেছে রাজ্য সরকার।

Powered by Blogger.