নারী ম্যাজিস্ট্রেটকে হাত পা ভেঙে দেয়ার হুমকি ছাত্রলীগের

চট্টগ্রামে এক নারী ম্যাজিস্ট্রেটকে হাত পা ভেঙে দেয়ার হুমকি দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। উচ্ছেদ কার্যক্রম থেকে তাকে বিরত রাখতে এ হুমকী দেয়া হয়েছে। আবার উচ্ছেদ অভিযানে নামলে মানসম্মান নিয়ে আর ফিরতে পারবেন না বলেও হামকী দেয়া হয়েছে। আজ সকালে চট্টগ্রাম নগরীর জিইসি
মোড় এলাকায় ঘটে এই ঘটনা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের নেতারা। তারা জানিয়েছেন, দলীয় প্রভাব খাটিয়ে নিজের স্বার্থ হাসিলের জন্য কেউ যদি এমন কাজ করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। অন্যদিকে প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র ছাত্রলীগের দাপটের বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম ভ্রাম্যমান আদালতের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নগরীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি শ্রেণী বিলবোর্ডের অবৈধ ব্যবসা চালিয়ে আসছে। বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে যুবদল ও ছাত্রদলের ছেলেরা এই ব্যবসা চারাতো। কিন্তু ক্ষমতার পরিবর্তনের পর কোটি টাকার সেই বাজার রাতারাতি দখল করে নেয় সরকার দলীয় নেতা-কর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ একাধিক মোড়ে মোড়ে বিলবোর্ড টাঙিয়ে রমরমা ব্যবসা চালিয়ে আসছে তারা। বিষয়টি নজরে আসার পর গতকাল জিইসি মোড়ে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে যায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল। উচ্ছেদের নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। খবরটি চাউর হওয়ার পরপরই সক্রিয় হয়ে উঠেন অবৈধ ব্যবসায়ীরা। বেলা সাড়ে ১১টায় হঠাৎ করেই সেখানে হাজির হন স্থানীয় ছাত্রলীগের একটি গ্র”প। এই সময় তারা লাঠি হাতে সেখানে উপস্থিত হন। প্রথমে এসেই তারা ওই ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করেন কিসের ভিত্তিতে এসব বিলবোর্ড তিনি সরাচ্ছেন। জবাবে ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন সেগুলোকে অবৈধ বললে সঙ্গে সঙ্গে ক্ষেপে উঠেন ছাত্রলীগ কর্মীরা। তারা তার দিকে তেড়ে আসেন। কয়েকজন ছাত্রলীগ কর্মী এই সময় উচ্ছেদ অভিযানের সঙ্গে আসা কর্মচারীদের শারীরিকভাবে মারধর করতে শুরু করেন। একপর্যায়ে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার কথা জানান।

Powered by Blogger.