বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ, প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন

বরিশালের আগৈলঝাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীর একাধিকবার দৈহিকভাবে সম্পর্ক গড়ে তোল্রা অভিযোগ পাওয়া গেছে। এদিকে বিয়ের দাবিতে প্রেমিকা প্রবাসী প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছে।
স্থানীয় একাধিকসূত্রে জানা গেছে, উপজেলার বাগধা
ইউনিয়নের আমবৌলা গ্রামের সেকেন্দার গাইনের প্রবাসী ছেলে শরীফুল একই এলাকার লুক বৈদ্যর যুবতী মেয়েকে বিয়ের প্রলোভন ও বিদেশে নেয়ার কথা বলে প্রেমের সম্পর্ক তৈরি করে দীর্ঘদিন যাবৎ দৈহিক সম্পর্ক গড়ে তোলে। ওই যুবতী বিয়ের জন্য চাপ দিলে শরিফুল বিভিন্ন তালবাহানা শুরু করে। অনন্যোপায় হয়ে ওই যুবতী বিয়ের দাবিতে গত ১৮মে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করে।
স্থানীয় প্রভাবশালীরা সালিশ মিমাংসায় সমাধান দেয়ার আশ্বাস দিয়ে য্ুবতীকে বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু এরপর ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও তারা এখন পর্যন্ত সময়পেণ করে সমাধানের কোন ব্যবস্থা নেয়নি। প্রভাবশালীদের বাঁধার করণে আইনের আশ্রয় নিতে পারছেনা ওই যুবতী।

,
Powered by Blogger.