মাধুরীকে চুম্বনের জন্য পরিচালককে উৎকোচ দিলেন রণবীর
বলিউডের একসময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দিক্ষিতের প্রেমে কে না
পড়েছেন! তবে প্রেমের দৌরাত্ম যে কত দূর হয় রণবীর কাপুর তা দেখালেন। রণবীর
কাপুর অভিনীত নতুন ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’তে একটি আইটেম সংয়ে
পারফর্ম করেছেন মাধুরী দিক্ষিত
। আর নিজের বাল্য প্রেম থেকে অনেকটা হুঁশ হারিয়ে ছবিটির পরিচালককে উেকাচও দেওয়ার চেষ্টা করেন রণবীর। চাওয়া ছিল আইটেম সংটির কোনো একটি দৃশ্যে মাধুরীকে চুম্বনের সুযোগ দিতে হবে তাকে। মাধুরীর গালে চুম্বন দিতে পারলেই সন্তুষ্ট রণবীর। কিন্তু রণবীরের সেই দাবিটা পরিচালক আয়ান মুখার্জি রেখেছেন কি না তা এখনও জানা যায়নি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রণবীর বলেন, ‘মাধুরী দিক্ষিতকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। যখন তার বিয়ে হয় তখন আমার জীবনে শুরু হয় বিরহের। আমি খুবই কষ্ট পেয়েছিলাম।’ এভাবে বলতে বলতে পরিচালককে উেকাচ দেওয়ার কথাটিও নিজ মুখে বললেন রণবীর কাপুর। উল্লেখ্য, রণবীরের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটি ৩১ মে মুক্তি পাবে।
। আর নিজের বাল্য প্রেম থেকে অনেকটা হুঁশ হারিয়ে ছবিটির পরিচালককে উেকাচও দেওয়ার চেষ্টা করেন রণবীর। চাওয়া ছিল আইটেম সংটির কোনো একটি দৃশ্যে মাধুরীকে চুম্বনের সুযোগ দিতে হবে তাকে। মাধুরীর গালে চুম্বন দিতে পারলেই সন্তুষ্ট রণবীর। কিন্তু রণবীরের সেই দাবিটা পরিচালক আয়ান মুখার্জি রেখেছেন কি না তা এখনও জানা যায়নি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রণবীর বলেন, ‘মাধুরী দিক্ষিতকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। যখন তার বিয়ে হয় তখন আমার জীবনে শুরু হয় বিরহের। আমি খুবই কষ্ট পেয়েছিলাম।’ এভাবে বলতে বলতে পরিচালককে উেকাচ দেওয়ার কথাটিও নিজ মুখে বললেন রণবীর কাপুর। উল্লেখ্য, রণবীরের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটি ৩১ মে মুক্তি পাবে।