মুক্তি পেলেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি কারাগার থেকে মুক্তি পান।গতকাল (সোমবার) ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধের সময়
গাড়ি ভাঙচুর, আগুন, ককটেল বিস্ফোরণ এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে কলাবাগান থানার মামলায় ৬ মাসের জামিন পান মির্জা ফখরুল।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর রাজপথ অবরোধের সময় গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় এরপর দিন মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে মতিঝিল,পল্টন, সূত্রাপুর, শেরে-বাংলা নগর এবং কলাবাগান থানায় করা ৬টি মামলায় পর্যায়ক্রমে গ্রেপ্তার দেখানো হয়। এরমধ্যে ৪টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।
নিম্ন আদালত থেকে একটি মামলায় জামিন পান। সর্বশেষ কলাবাগান থানার মামলাটিতে নিম্ন আদালত জামিন মঞ্জুর না করায় হাইকোর্টে আপিল করলে সেখানেও জামিন পান তিনি।

Powered by Blogger.