ক্লিনিক থেকে কোটি টাকার বিরল তক্ষক উদ্ধার

মঙ্গলবার দুপুরে  সাতক্ষীরা শহরের একটি ক্লিনিক থেকে তিনটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়েছে। শহরের পলাশপোল এলাকায় পাইলস কেয়ার সেন্টার থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটি সিলগালা করে দেয়

জানা গেছে,গোপন সংবাদ পেয়ে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়। তবে বিষয়টি আগেই টের পেয়ে ক্লিনিকটির মালিক ডা. এইচ এস এম নুর পালিয়ে যান।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তক্ষকগুলো সুন্দরবন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।
সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. শিশির কুমার হ্যালো- টুডে ডটকমকে জানিয়েছেন, তক্ষক বিপন্ন প্রজাতির প্রাণী। এর বিষ যেহেতু অনেক উপকারী এবং দামি  তাই পাচারকারীরা এটি বিভিন্ন দেশে পাচার করে থাকে।
এক একটি তক্ষকের মুল্য কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে জানা গেছে ।

 source:হ্যালো-টুডে

Powered by Blogger.