এবার সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী লেখক ভি এস নইপালকেও আক্রমণ করলেন তসলিমা


সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী লেখক ভি এস নইপালকে নিয়ে যে বিতর্ক শুরু করেছেন ভারতের প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা গিরিশ করনাড, তাতে যোগ দিয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনও। গিরিশ কারনাড যেখানে নইপালকে স্ববধির বলে অভিহিত করেছেন সেখানে তসলিমা নইপালকে অপদার্থ ও বোবা বলে অভিহিত করে তীব্র আক্রমণ শানিয়েছেন।
সম্প্রতি মুম্বাই সাহিত্য উৎসব কর্তৃপক্ষ নইপালকে সারা জীবনের কাজের জন্য বিশেষ স্বীকৃতি জানিয়েছে। তারই সমালোচনা করে গিরিশ কারনাড বলেছিলেন, ভারত নিয়ে নইপালের একটি লেখাও বিশ্বাসযোগ্য নয়। কারনাড আরও বলেন, নইপাল ভারতকে নিয়ে ৩টি বই লিখেছেন। সেসব বইতে কোথাও সংগীতের কোন উল্লেখ নেই। তিনি সারা ভারত ঘুরেছেন অথচ সংগীত তাকে স্পর্শ করেনি। আর সেজন্যই গিরিশ নইপালকে স্ববধির হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে নইপালকে ইসলামবিরোধী হিসেবেও তিনি অভিহিত করেছেন। গিরিশের এই সমালোচনার পরই তসলিমা নাসরিন তার টুইটারে নইপালকে আক্রমণ করে বলেন, তিনি একজন অপদার্থ। একই সঙ্গে তাকে বোবা বলে উল্লেখ করেন তসলিমা। তসলিমা আরও লিখেছেন, অনেক ওয়ার্থলেস ডাম্বো নোবেল পুরস্কার পেয়েছে। নইপালও তাদের একজন। তসলিমা গিরিশ কারনাডের সমালোচনাকে সমর্থন করে বলেছেন, নইপাল তার ভারত কেন্দ্রিক বইগুলোতে কোথাও সংগীত নিয়ে লেখেননি। আসলে নইপাল একজন মাঝারি ধরনের ‘ইসলামোফোব’ লেখক।

Powered by Blogger.