সুবর্ণা এবার জমিদারের বউ
এবার জমিদার বাড়ির বউ হয়েছেন সুবর্ণা মুস্তাফা। তবে সেই জমিদারের আমল নেই।
আছে শুধু তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ও জমিদার বাড়িটি। ডায়াবেটিস ও
ব্লাড প্রেসারেররোগী হয়ে সারাদিন শুয়ে থাকেন জমিদারের বউ সুবর্ণা। পারিবারিক ডাক্তার হিসেবে জিতু আহসান তাকে রোজ সন্ধ্যায় দেখতে আসেন। একদিন কথায় কথায় দামি পাথরের একটি নেকলেস জিতু আহসানকে দেখালে মনে মনে তা নিয়ে যাওয়ার ছক আঁকতে থাকেন জিতু। শেষে সুবর্ণাকে কয়েকটি ঘুমের ইনজেকশন দিয়ে হারটি নিয়ে যায় জিতু। পরদিন সুবর্ণা মুস্তাফা মারা যান। মৃত্যুর কয়েক মাস পর সেই ডাক্তার জানতে পারেন সুবর্ণা মুস্তাফা তার বেশিরভাগ সম্পত্তি ট্রাস্টে দিয়ে গেছেন। আর সেই দামি পাথরের হারটি দিয়ে গেছেন ডাক্তারকে। এখানেই শেষ নয়। ঘটে আরও বেশ কিছু নাটকীয়তা। সৈয়দ ইকবালের রচনা ও মাহমুদ মাহিনের পরিচালনায় ‘সেই সন্ধ্যায়’ শিরোনামের নাটকের গল্প এটি। গতকাল থেকে বেঙ্গল স্টুডিও এবং ঢাকার আশপাশের কিছু লোকেশনে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। নাটকটিতে সুবর্ণা মুস্তাফা ও জিতু আহসান ছাড়া আরও অভিনয় করেছেন মৌসুমী নাগ, রিপন প্রমুখ। জানা যায়, শুটিং শেষে চলতি বছরের মধ্যেই নাটকটি যে কোন বেসরকারি টিভিতে সমপ্রচার হবে।
Source:mzamin

