রংপুরে র‌্যাব-পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ,ওসিসহ আহত ৫০

রংপুরে র‌্যাব ও পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে সদর থানার ওসিসহ অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের পর জামায়াতের
অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। ককটেলের আঘাতে গুরুতর আহত কোতোয়ালি থানার ওসিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ঢাকায় জামায়াতে ইসলামীর মিছিলে পুলিশি বাধা এবং আটকের প্রতিবাদে আজ সকাল সাড়ে ১০টার দিকে শিবিরকর্মীরা রংপুর শহরের শাপলা চত্বর থেকে একটি মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি অফিসের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর মিছিলটি আবার শাপলা চত্বরে ফিরে এসে ককটেল বিস্ফোরণ ঘটাতে শুরু করলে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। এসময় শিবিরকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে শিবির কর্মীরা। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে র‌্যাব সদস্যরা পুলিশের সহায়তায় এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ কর্মীদের দমাতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পর শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

Powered by Blogger.