কোরবানির গোশতে মহানবী (সাঃ)-এর নাম

potia.jpg  চট্টগ্রামের পটিয়ায় কোরবানি গরুর গোশতে হযরত মুহাম্মদ (সাঃ)-এর নামে ২০টি টুকরায় সুস্পষ্টভাবে জমানো যেন স্বয়ং আল্লাহই তার প্রাণ প্রিয় রাসুল (সঃ) এর নাম খোদাই করে লিখে দিয়েছেন। দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মামুন, মুজিব ও যুবলীগের সভাপতি মাহাবু আলম জানান, কোরবানিকৃত
গরুর গোশত রান্নার জন্য চুলায় তুললে ২০ টুকরা মাংস পাত্রের উপর ভেসে ওঠে। এসময় গৃহকর্ত্রী চামচ দিয়ে তুলে ধরতেই দেখতে পান এ মাংসের মধ্যে হযরত মুহাম্মদ (সাঃ)-এর নাম। এ নিয়ে পুরো পটিয়ায় কৌতূহল সৃষ্টি হয়ে যায়। একনজর দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ দক্ষিণ ভূর্ষি গফুর ড্রাইভারের বাড়িতে ভিড় করছে।

Powered by Blogger.