মাদক ব্যবসায়ী আর হত্যাকারীদের জন্য সুন্দরী প্রতিযোগিতা

কলম্বিয়ার কারা কর্তৃপক্ষ সেখানে অবস্থানকারী সাজাপ্রাপ্ত দাগী নারী আসামিদের জন্য ব্যতিক্রমধর্মী এক সুন্দরী প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে। বৈচিত্র্যময় এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সুন্দরী অপরাধীরা অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। তাদের বেশভূষা দেখে প্রথমে সাধারণ কোন সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বলে মনে হলেও আসলে তারা কারা কর্তৃপক্ষের আয়োজনে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। কুখ্যাত মাদক ব্যবসায়ী, চোর আর হত্যাকারীর আবাসস্থল বলে পরিচিত কলম্বিয়ার এল বুয়েন প্যাস্টর উইমেন’স প্রিজন প্রতি বছরই সেখানকার কারাবন্দিদের জন্য এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করে থাকে। বন্দিদের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানা গেছে। এ কারাগারে মোট ব্লক রয়েছে নয়টি। এসব ব্লকে ১০০ থেকে ২৫০ জন বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত নারী অপরাধী অবস্থান করেন। বার্ষিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রতিটি ব্লক থেকেই একজন প্রতিনিধিকে নির্বাচিত করা হয়। ব্লক থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হওয়ার পর একজন প্রতিযোগী সপ্তাহ ধরে প্রতিযোগিতার বিশেষ দিনটির জন্য নিজেকে তৈরি করতে থাকেন। এজন্য তাকে ব্লকের অন্যান্য কয়েদিরাও পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করে থাকে। আর এ আয়োজনের সব কাজ সেখানকার কয়েদিরাই করে থাকেন। কয়েদিদের প্যাট্রন সেইন্ট বলে বিবেচিত ভার্জিন অব মার্সেডিজের সম্মানেই প্রতি বছর সেপ্টেম্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এ ব্যাপারে কলম্বিয়া কাগারের সেক্রেটারি এবং সুন্দরী প্রতিযোগিতার সমন্বয়কারী ভার্জিনিয়া কামাচো বলেছেন, আসলে তারা জীবনে একবার ভুল করেছেন। এর অর্থ এই নয় যে, তাদেরকে মানুষ বা একজন নারী হিসেবে জীবনটাকে উপভোগ করার কোন সুযোগ দেয়া যাবে না।

Powered by Blogger.