এই মাসটি ইবাদত বন্দেগিতেই কাটাতে চাই- সুজানা
রোজার মাসে সব ধরনের কাজ থেকে নিজেকে দূরে রেখেছেন মডেল সুজানা। এ মাসে
ইবাদত বন্দেগিতেই সময় কাটাতে চান তিনি। সর্বশেষ তিনি ইমরানের দ্বিতীয় একক
অ্যালবাম তুমির মানে না মন গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন। এরপর
নতুন কোনো কাজ
করেননি তিনি। সামনে ঈদ। তবুও ব্যস্ততা নেই তার। নাটক কিংবা মডেলিং কোথাও উপস্থিতি মিলছে না সুজানার। নিজের এই অলস সময় সম্পর্কে সুজানা বলেন, গত বছরের ঈদেও বেশ ব্যস্ত সময় কেটেছে। তবে সিদ্ধান্ত নিয়েছি রোজায় আর কাজ করব না। এ মাসে ইবাদত বন্দেগিতেই বেশি সময় দেব। সঙ্গত কারণেই ঈদে কোনো অনুষ্ঠানেই আমি থাকছি না। ঈদের পর পারিবারিক ট্যুরে ব্যাঙ্কক যাচ্ছি। ফিরব এক মাস পর। এসেই পুরোদমে কাজে ফিরব বলে আশা রাখছি।
সুজানা রোজার আগে এফ কে পিটারের ভালোবাসার রংধনু ধারাবাহিকে কাজ করেছেন। শিগগিরই এটি প্রচার হবে। পাশাপাশি আশিয়ান সিটি, কনফিডেন্স সয়াবিন তেল, থাই নুড্লস বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন।
করেননি তিনি। সামনে ঈদ। তবুও ব্যস্ততা নেই তার। নাটক কিংবা মডেলিং কোথাও উপস্থিতি মিলছে না সুজানার। নিজের এই অলস সময় সম্পর্কে সুজানা বলেন, গত বছরের ঈদেও বেশ ব্যস্ত সময় কেটেছে। তবে সিদ্ধান্ত নিয়েছি রোজায় আর কাজ করব না। এ মাসে ইবাদত বন্দেগিতেই বেশি সময় দেব। সঙ্গত কারণেই ঈদে কোনো অনুষ্ঠানেই আমি থাকছি না। ঈদের পর পারিবারিক ট্যুরে ব্যাঙ্কক যাচ্ছি। ফিরব এক মাস পর। এসেই পুরোদমে কাজে ফিরব বলে আশা রাখছি।
সুজানা রোজার আগে এফ কে পিটারের ভালোবাসার রংধনু ধারাবাহিকে কাজ করেছেন। শিগগিরই এটি প্রচার হবে। পাশাপাশি আশিয়ান সিটি, কনফিডেন্স সয়াবিন তেল, থাই নুড্লস বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন।