হার্ডকোর অনুশীলনে ব্যস্ত সানি

ডিভাং ঢোলাকিয়া পরিচালিত ‘টিনা অ্যান্ড লোলো’
ছবিতে একজন নারী বক্সারের ভূমিকায় দেখা যাবে তাকে। এর জন্য সানি এখন দিন রাত কঠিন বক্সিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তার প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় তিনবারের চ্যাম্পিয়ন টেরি নরিস। যিনি বক্সিং দুনিয়ায় টেরিবল টেরি নরিস নামেও পরিচিত। ‘টিনা অ্যান্ড লোলো’ ছবিতে কঠিন কিছু অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য নরিস সানিকে এখন বক্সিংয়ের জটিল কিছু মার অনুশীলন করাচ্ছেন।