ফেসবুকে নিজের অশ্লীল ছবি পোস্ট করায় কয়েকজন নারীর শাস্তি
ইসরায়েলের কয়েকজন নারী সৈন্য সংক্ষিপ্ত পোষাক পরিধান করে ছবি তুলে
সেগুলো ফেসবুকে পোস্ট করায় অভিযোগে শাস্তির মুখোমুখি হচ্ছেন। সামরিক অস্ত্র
নিয়ে মোহড়ার ভঙ্গিতে বিভিন্ন রকমের ছবি তুলে তারা ফেসবুকে পোস্ট করেন। এবং
সেগুলো তাদের বসের চোখে পড়ে। তিনি বিষয়টিকে নিয়ম ভঙ্গের আওতায় ফেলেন।
একটি ছবিতে তাদেরকে শুধুমাত্র কমব্যাট হ্যালমেট পরিহিত অবস্থায় দেখা যায়।
উল্লেখ্য যে, ইসরায়েলে ১৮ বছর বয়স থেকে সামরিক কাজে যোগ দেয়া বাধ্যতামূলক; এবং নারী সৈন্যদের এই ধরনের ছবি প্রকাশ করা নিয়ে বেশ কয়েকবার ইসরায়েলকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে।

