নগ্ন ফটোস্যুটে অর্পণা সেনের মেয়ে কঙ্কনা!

যৌন ভঙ্গিতে তার ফটোস্যুট নেয়া হয়েছে। এ প্রসঙ্গে কঙ্কনা বেশ জোরালোভাবেই বলেছেন, ‘একজন নারী নিজেকে যতটা সেক্সি মনে করেন, তিনি ততটাই সেক্সি।’
এ ছবিগুলো মেক্সিম ইন্ডিয়া’র একটা অংশ। গত বছর আনুশকা শর্মা এবং শ্রুতি হাসান মেক্সিম ইন্ডিয়া’র জন্য ফটোস্যুটে অংশ নিয়েছিলেন।
ইতোমধ্যে একটি বিষয়ে সবাই নিশ্চিত যে, বলিউড রমণীরা বরাবরই নগ্ন হওয়ার ক্ষেত্রে সাহসী।