শুধুমাত্র জুন মাসেই ৩ কোটি ৫০ লক্ষ লোক খুঁজেছেন যাকে!

শুধু জুন মাসের হিসাব প্রকাশ করা পরিসংখ্যান দেখাচ্ছে, ইন্টারনেটে ৩ কোটি ৫০ লক্ষবার গুগুল সার্চে সানি লিওনের নাম লিখে সার্চ করা হয়েছে। এতবার আর কোনো ভারতীয়র নাম লিখে সার্চ করা হয়নি।
সানির জনপ্রিয়তার কাছে ম্লান
হয়ে গেছেন এতদিন ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের নয়নের মনি ক্যাটরিনা কাইফও। জুন মাসে ক্যাটরিনাকে সার্চ করেছেন ১ কোটি ৮৫ লক্ষ মানুষ। প্রথম যে পাঁচজন ভারতীয় সেলেব্রিটিকে ভারতীয় সবচেয়ে বেশি অনুসন্ধান/ সার্চ করেছেন তাদের মধ্যে একমাত্র পুরুষ সালমান খান। প্রথম দশের মধ্যে শাহরুখ খানের নাম নেই। ৮ নম্বরে রয়েছেন রনবীর কাপুর।
জুন মাসে গুগুল সার্চে সেরা সেলেব্রিটিরাস্থান
অভিনেতা/অভিনেত্রী কে কতবার সার্চ :-
১.সানি লিওন ৩.৫০ কোটি
২.ক্যাটরিনা কাইফ ১.১৫ কোটি
৩.কারিনা কাপুর ১.১৫ কোটি
৪.সালমান খান ১.১৪ কোটি
৫.ঐশ্বরিয়া রাই ৯২ লক্ষ
৬.অক্ষয় কুমার ৬৭ লক্ষ
৭.দীপিকা পাড়ুকোন ৬৬ লক্ষ
৮.রনবীর কাপুর ৬৫ লক্ষ
৯.আমির খান ৫৯ লক্ষ
১০.অনুশকা শর্মা ৫৭ লক্ষ
তথ্য সূত্র: adwords.google.com
আরও পড়ুন...
>ভদ্রদৃশ্যতেও অভিনয় করতে জানেন সানি লিওন!