অপূর্বের সাথে এবার পরকীয়ায় সুপার হিরোইন মিমো
সুপার হিরোইন মিমো চলচ্চিত্রে অভিনয় করলেও বর্তমানে ব্যস্ত আছেন ছোটপর্দায় নাটকে অভিনয় নিয়ে। এটিএন বাংলার প্রতিদিনের ধারাবাহিক নাটক ডিবিতে মিমোকে দেখা যাবে গোয়েন্দা হিসেবে। শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় এ নাটকে একেকটি ঘটনাকে কেন্দ্র করে ধারাবাহিকটির পাঁচ থেকে সাতটি পর্ব নির্মাণ করা হবে। নাটকটির গল্প লিখছেন নাট্যকার লিটু সাখাওয়াত, মাহবুবা শাহরীন ও জামাল রেজা। এক হাজার পর্বের ডিবি নাটকে পর্যায়ক্রমে দেশের অনেক তারকাকেই অভিনয় করতে দেখা যাবে। নাটক এবং মিমোর গোয়েন্দাগিরি নিয়ে পরিচালক জানান, ‘এ ধরনের নাটক আমাদের দেশে সাধারণত হয় না। তাই দর্শক সাড়া পাব বলে আশা করছি। নাটকে মিমোর চরিত্রটি গুরুত্বপূর্ণ। গোয়েন্দা দলের সদস্য সে। গড়পড়তা বাংলাদেশি মেয়েদের তুলনায় মিমো লম্বা এবং সুঠাম। তাই এ চরিত্রে তাকে ভালো মানিয়েছে।’

